রাজ্যে করোনা সংক্রমনের দাপট বাড়ায় জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ এক ছাত্র। কয়েকদিনের চিকিৎসার পর শুক্রবার সকালে হঠাৎ মৃত্যু ওই ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বনপুকুর এলাকায় ঘটেছে। মৃত ছাত্রের নাম ইউসুফ মুন্সি।ভ্যাকসিন নেওয়ার পরেই ছাত্রের মৃত্যু।
সিংহজুলি হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ইউসুফ ৬ তারিখে স্কুল থেকে ভ্যাকসিন নেয়। অভিযোগ, সেই ভ্যাকসিন নেওয়ার পরই সে শারীরিক অসুস্থ হয়ে পরে। তারপর তার পেটে ব্যথা শুরু হয় এবং শরীর দুর্বল হতে থাকায় তাকে প্রথমে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করায় পরিবার।এরপর ওই ছাত্র সাময়িক ভাবে ঠিক হলেও, আজ, শুক্রবার ভোর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে। তড়িঘড়ি করে তাকে কালনা মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
- Advertisement -
পরিবারের অভিযোগ, ভ্যাকসিন নেওয়ার পরই অসুস্থ হয়ে মারা যায়। ভ্যাকসিন না নিলে এমনটা কখনও হত না। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
- Advertisement -
এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের সুপার অপরূপ রতন করণ বলেন,’দেশজুড়ে যেভাবে ভ্যাকসিনেশন চলছে ফলে আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি। সম্ভবত ছাত্রটির অন্য কোনো অসুখ ছিল যার থেকে হয়তো এই মৃত্যু। পোস্টমর্টেম করলেই ছাত্রটির মৃত্যু কি কারণে তা অনুসন্ধান করতে পারব’।
মৃত ছাত্রটির পরিবারের সদস্য নাসারুল শেখ বলেন,’ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে যায় ইউসুফ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বলে শারীরিক দুর্বলতার জন্য ভুগছে। তারপর পরিস্থিতি খারাপের দিকে যেতে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে’।