More

  দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের জবাব দিলেন মির

  দুর্গাপুজোর স্মৃতি শেয়ার করায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার জনপ্রিয় অভিনেতা মীর আফসার আলি (Mir Afsar Ali)।

  spot_img

  Must Read

  দুর্গাপুজোর স্মৃতি শেয়ার করায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার জনপ্রিয় অভিনেতা মীর আফসার আলি (Mir Afsar Ali)।

  এবার আর চুপ থাকলেন না মীর। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ নিয়ে পোস্টে করে ক্ষোভ উগড়ে দিলেন মীর (Mir Afsar Ali)।

  দুর্গাপুজোর এক বিজ্ঞাপনী প্রচারে দুর্গাপুজোর ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন মীর।

  মুসলমান হওয়ায় একাধিকবার এ ধরনের আক্রমণ মীরের সঙ্গে হতে থাকে। আগে নেটিজেনদের এরকম আচরণ এড়িয়ে গিয়েছেন তিনি।

  এবার গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে মীর ফেসবুকে লেখেন, ‘অশেষ ধন্যবাদ তাঁদের যাঁরা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন

  মুসলমান, আর অন্য কোনও পরিচয় নেই মীরের। আপনারা ভালো থাকবেন। বড্ড হতাশ হলাম।’

    পুরুলিয়ায় উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

  মীর আরও লিখলেন, ‘ এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে ধর্ম যার যার নিজের ব্যাপার কিন্তু ‘উৎসব’ সবার।

  এই ভিডিওটি হতে পারে একটি বিজ্ঞাপনী প্রচার কিন্তু এর মাধ্যমে বলা কথাগুলো আমার ছেলেবেলার সঙ্গে যুক্ত। যেদিন মির্চির অফিসে বসে এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল, ভেবেছিলাম আমার ক্ষুদ্র জীবনের এই

    পুরুলিয়ায় উদ্ধার মহিলার ঝুলন্ত দেহ

  বিশেষ পর্বটা মানুষের মন ছুঁয়ে যাবে, একটু হলেও তাঁদের বাবা-মা, তাঁদের শৈশবের দিনগুলোয় ফিরিয়ে নিয়ে যাবে। এখন দেখছি মস্ত বড় ভুল করেছি। যাই হোক… বড় একটা শিক্ষা হল আমার।’

  সম্প্রতি গণেশ পুজোতে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েও কটাক্ষের শিকার হয়েছিলেন মীর। শুনতে হয়েছিল নোংরা

  মন্তব্যও। তবে মীর এসব কিছুর পরোয়া না করে নিজের শর্তে জীবন কাটান।

  - Advertisement -

  Latest News

  করোনায় আক্রান্ত মেদিনীপুরের ঘরের ছেলে অভিনেতা অনির্বান ভট্টাচার্য

  করোনা (Covid-19) যেন ছেড়েও ছাড়েনা পিছু, নতুন করে শুরু হয়েছে তার আক্রমণ। সদ্য জন্মদিন কাটিয়ে উঠতে না উঠতেই এবার...
  - Advertisement -

  More Articles Like This

  - Advertisement -