Bhai Phonta 2022: ভাইফোঁটায় শ্রীকৃষ্ণ ও তাঁর বোন সুভদ্রার গল্প

Bhai Phonta 2022: ভাইফোঁটায় শ্রীকৃষ্ণ ও তাঁর বোন সুভদ্রার গল্প

 

প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালিত হয় ভাতৃ দ্বিতীয়া। কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের কুশল ও দীর্ঘায়ু কামনা করেন বোন ও দিদিরা। ভাই ফোঁটা নিয়ে পৌরাণিক কাহিনি অনুযায়ী, ধর্ম ও মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার গল্প সমধিক প্রচলিত। কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে রয়েছে শ্রীকৃষ্ণ ও তাঁর বোন সুভদ্রার গল্পও।

পুরাণের কাহিনী অনুসারে, শ্রীকৃষ্ণে নরকাসুর নামে এক রাক্ষসকে বধ করেন।কথিত আছে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন দ্বারকা নগরে প্রত্যাবর্তন করেন কৃষ্ণ। দাদার যুদ্ধে যাওয়া নিয়ে চিন্তিত ছিলেন বোন সুভদ্রা। বিজয়ী দাদার প্রত্যাবর্তনে মঙ্গল ডালি সাজিয়ে শ্রীকৃষ্ণকে বরণ করেন সুভদ্রা। সেই সঙ্গে তাঁর দীর্ঘায়ু ও শুভ কামনা করেন তিনি। সেই দিনটি ভাতৃ দ্বিতীয়া নামে সমাদৃত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ