Bhai Phonta 2022: ভাইফোঁটা দেওয়ার নিয়ম কি, জেনে নিন একনজরে

Bhai Phonta 2022: ভাইফোঁটা দেওয়ার নিয়ম কি, জেনে নিন একনজরে

প্রতিবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে পালিত হয় ভাতৃ দ্বিতীয়া। কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের কুশল ও দীর্ঘায়ু কামনা করেন বোন ও দিদিরা। কিন্তু এই ফোঁটা দেওয়ার সময় রয়েছে একাধিক আচার অনুষ্ঠান।

সাধারণত ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটার সময় উপবাস করেন বোনেরা। দূর্বা ঘাস, আতপ চাল, প্রদীপ ইত্যাদি দিয়ে বরণ করেন ভাইকে। তারপর চন্দন চর্চিত বাম হাতের কড়ে আঙুলে ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা’ এই মন্ত্রোচ্চারণে কপালে ফোঁটা দেন। দ্বিতীয়বার দুই কানের লতিতে দুটো টিকা দেয় এবং শেষে কন্ঠনালিতে একটি টিকা দেয়। এরই মাধ্যমে ভাইয়ের মঙ্গল কামনা করেন বোনেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ