বামেদের ভোট দিতে আবেদন বিজেপি নেতার

বামেদের ভোট দিতে আবেদন বিজেপি নেতার

বামেদের ভোট রামে দেওয়ার আবেদন করলেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তার আবেদন ২১ সালে যেভাবে বামেদের ভোট বিজেপিতে পড়েছিলো। ঠিক সেই ভাবে এবারের লোকসভা নির্বাচনেও যেন, বামেদের ভোট রামের দিকে যায়।

ভোটের বিনিময়ে বামেদের দখল হওয়া পাটি অফিস উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। শুধুমাত্র ভোটটা নষ্ট না করে। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের এই মন্তব্যের পরেই চাঞ্চল্য ছড়াই। নিশীথের এই বিনিময় প্রথা ভালো ভাবে নেয়নি রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাল্টা আক্রমন করেন। তিনি বলেন, ‘আজকের প্রতিশ্রুতিটা অনেকটা সুপারি কিলারদের মতো।

আরও পড়ুন:  ভোটে জিতলেই তৃণমূলের দখলে থাকা বামফ্রন্টের পার্টি অফিস ফেরত দেবেন বিজেপি নেতা

সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে, তেমন তিনিও বলেছেন ভোট দিন, আমরা পার্টি অফিস উদ্ধার করে দেব।’ এবার দেখার বিষয় বামেদের ভোট রামে যায় নাকি, বামেই থাকে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ