Kali Puja 2023 : কালী পুজো কবে? নির্ঘন্ট জেনে নিন এক নজরে

Kali Puja 2023 : কালী পুজো কবে? নির্ঘন্ট জেনে নিন এক নজরে

শেষ হয়েছে দুর্গাপূজা! এবার পার্বতীর কৈলাসে ফেরার পালা। দুর্গাপুজো সমাপনের সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে কালী পুজোর প্রস্তুতি পর্ব। দেবী মহামায়া করালবদনী কালীকা রূপে ফের অবতীর্ণ হবেন ধরাধামে। সাধারণত বঙ্গে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অমাবস্যায় কালীপুজো হয়ে থাকে। এই পুজোর নির্দিষ্ট সময় নেই। তবে দুর্গাপুজোর পরের অমাবস্যার কালীপুজোটি দীপান্বিতা কালীপুজো বা দীপাবলি নামে পরিচিত।

এই বছরের কালীপুজোর নির্ঘন্ট

তারিখ- ১২ নভেম্বর (২৫ কার্তিক), ২০২৩ রবিবার।
অমাবস্যা- ১২ নভেম্বর ঘ ২/৪/৫১ থেকে ১৩ নভেম্বর ঘ ২/২৮/৩০ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি।
অমৃতযোগ পড়েছে দিবা ঘ ৬।৫০ গতে ৮।৫৭ মধ্যে ও ১১।৪৮ গতে ২।৩৯ মধ্যে এবং রাত্রি ঘ ৭।২৭ গতে ৯।১৪ মধ্যে ও ১১।৫৩ গতে ১।৪০ মধ্যে ও ২।৩৩ গতে ৫।৫৩ মধ্যে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ