Homemade Facepack: বাড়ির ফেসপ্যাকেই করুন ফেসিয়াল, ত্বক হবে উজ্জ্বল

Homemade Facepack: বাড়ির ফেসপ্যাকেই করুন ফেসিয়াল, ত্বক হবে উজ্জ্বল

পুজোর আর হাতে গোনা কিছুদিন বাকি। পুজোর কেনাকাটা, বাড়ির কাজকর্ম সামলে অনেকেরই আর সময় হয়ে ওঠে না আলাদা করে রূপচর্চার৷ কিন্তু পুজোর সময় অল্প হলেও নিজেকে সাজিয়ে নিতে হয়৷ সেই সেজে ওঠার অন্যতম ভরসা ফেসিয়াল। বাজারে একাধিক নামীদামী ফেসপ্যাক প্রোডাক্ট রয়েছে, কিন্তু সেগুলি অনেক ক্ষেত্রেই বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকে ভরা৷ তাই ভরসা রাখতে পারেন বাড়িতেই বানানো ফেসপ্যাকের উপর।

উপকরণ-
১. এক চামচ টক দই,
২. এক চা চামচ মধু,
৩. লেবুর রস,
৪. হলুদ গুঁড়ো,
৫. ডিমের সাদা অংশ

পদ্ধতি – একটি বাটিতে এক চামচ টকদই নিন। তারপর এতে এক চা চামচ মধু ও লেবুর রস মিশিয়ে দিন। যোগ করুন এক চিমটে হলুদ গুঁড়ো ও ডিমের সাদা অংশ। তারপর মিশ্রণটি ভালো করে ফেটিয়ে নিন।

ভালো করে ফেটিয়ে নেওয়া মিশ্রণটি মুখে লাগিয়ে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ