Shalboni : ব্লাড সেন্টারের সূচনা শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে

Shalboni : ব্লাড সেন্টারের সূচনা শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে

বৃহস্পতিবার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে সূচনা হল ব্লাড সেন্টারের। নবনির্মিত এই ব্লাড ব্যাঙ্ক তথা ব্লাড সেন্টারের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী ও জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, শালবনীর বিডিও প্রণয় দাস, বিএমওএইচ কৌশিক সিং প্রমুখরা।

আরও পড়ুন:  Medinipur : পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির শহরে

শালবনী সহ স্থানীয় গোয়ালতোড়ে, গড়বেতা, চন্দ্রকোনারোড সহ এলাকার বহু মানুষকে দ্রুত প্রয়োজনে রক্তের জন্য নির্ভর করতে হত মেদিনীপুরের উপর। মে মাসে শালবনী সফরে এসে হঠাৎই শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় জেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে ব্লাড ব্যাঙ্কের প্রয়োজনীয়তার বিষয়টি জানানো হয়। এরপরেই নতুন ব্লাড সেন্টার পেল শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ