GAS: গ্যাসের পাইপ ৫ বছরের পুরাতন, না বদলালেই বিপদ

GAS: গ্যাসের পাইপ ৫ বছরের পুরাতন, না বদলালেই বিপদ

সম্প্রতি গ্যাস কানেকশনের সঙ্গে আধারের বায়োমেট্রিক লিঙ্ক বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্র। সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর। যদিও এই সীমা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। আধার লিঙ্ক ডিস্ট্রিবিউটররা করবেন সম্পূর্ণ বিনামূল্যে। অভিযোগ উঠছে বিভিন্ন ভাবে টাকা নিচ্ছেন এক শ্রেণির ডিস্ট্রিবিউটর। বাধ্য করা হচ্ছে গ্যাসের পাইপ নিতে৷ এজন্য অভিযোগ জানাতে ফোন নম্বর চালু করেছে ‘ইন্ডেন’। কিন্তু জানেন কি, ৫ বছর অন্তর গ্যাসের পাইপ বদলানো জরুরি। নাহলে হতে পারে বিপদ

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৭/৩/২০২৪

পাঁচ বছর এর মধ্যে প্রত্যেক গ্রাহককে গ্যাসের পাইপ পরিবর্তন করা বাধ্যতামূলক। পাইপের মূল্য ১৯০ টাকা। তবে এই পাইপ কেনার জন্য ডিস্ট্রিবিউটর কোনও ভাবেই বাধ্য করতে পারবে না। একইসঙ্গে প্রত্যেক পাঁচ বছরের মধ্যে প্রত্যেক গ্রাহকের বাধ্যতামূলক চেকিং বা পরীক্ষার নিয়ম। এর খরচ ২৩৬ টাকা। এই চেকিং-ও করতে বাধ্য করতে পারেন না ডিস্ট্রিবিউটররা৷ তবে এগুলো নিয়মিত না করলে যে কোনও সময় হতে পারে দুর্ঘটনা।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৩০/৩/২০২৪

জানা গিয়েছে, পুরাতন হয়ে গেলে গ্যাসের পাইপ বদলাতে ও গ্যাসের সুরক্ষা চেকিং করতে অনেক ক্ষেত্রে ডিলাররা গ্রাহকদের অনুরোধ করছেন। সতর্ক করছেন দুর্ঘটনা নিয়ে৷ বেশির ভাগ গ্রাহকই গ্যাসের সুরক্ষার বিষয়টি নজরই দেননা। পাইক বদলানো এবং চেকিং প্রত্যেক পাঁচ বছরের মধ্যে বাধ্যতামূলক। তা করা না হলে, যদি কোনও দুর্ঘটনা ঘটে, বীমা কোম্পানি কোনও রকম দায়িত্ব নেবে না বা ক্ষতিপূরণ দেবে না।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ