Gas Aadhaar Link: গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক বিনামূল্যে! টাকা নিলেই জানান অভিযোগ এই নম্বরে

Gas Aadhaar Link: গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক বিনামূল্যে! টাকা নিলেই জানান অভিযোগ এই নম্বরে

কেন্দ্রীয় সরকারের তরফে ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডারের গ্রাহকদের কানেকশনের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক করেছে। এই জন্য তেল কোম্পানিগুলি গ্যাসের ডিস্ট্রিবিউটরদের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে। যদিও মনে করা হচ্ছে এই সময়সীমা বৃদ্ধি করা হবে। কিন্তু আধার লিঙ্ক ডিস্ট্রিবিউটররা করবেন সম্পূর্ণ বিনামূল্যে।

গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক ঘোষণা করার পর থেকেই ডিস্ট্রিবিউটরদের অফিসে লাইন লেগেছে গ্রাহকদের। করা হচ্ছে আধার লিঙ্ক। কিন্তু অভিযোগ উঠছে এক শ্রেণির অসাধু ডিস্ট্রিবিউটর আধার লিঙ্ক করার জন্য টাকা নিচ্ছেন। মনে রাখবেন, এই লিঙ্কটি বিনামূল্যে করা হবে। অনেক সময় গ্যাসের পাইপ নিতে গ্রাহকদের বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে আধার ভ্যারিফিকেশনের (Gas Aadhaar Link) জন্য কোনও টাকা দিতে হবে না বলেও বিবৃতি দিয়ে জানাল ইন্ডিয়ান অয়েল। সমস্যা সমাধানে ইন্ডিয়ান ওয়েলের তরফে বিশেষ দল গঠন করা হয়েছে। ইন্ডিয়ান ওয়েলের গ্রাহকেরা সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন ১৮০০২৩৩৩৫৫৫ টোল ফ্রি এই নম্বরে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 29/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ