Gas Aadhaar Link: গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন, দেখুন পদ্ধতি

Gas Aadhaar Link: গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে করবেন, দেখুন পদ্ধতি

রান্নার গ্যাসে যাঁরা ভর্তুকি পান, তাঁদের গ্যাসের কানেকশনের সঙ্গে আধারের কার্ডের বায়োমেট্রিক লিঙ্ক করতে হবে। আপনার রেশন ডিলারের অফিসে গিয়ে বায়োমেট্রিক লিঙ্ক করা যাবে। আবার বাড়িতে বসেও আপনি আধার কার্ড লিঙ্ক করতে পারবেন গ্যাস কানেকশনের সঙ্গে। নীচে দেখে নিন পদ্ধতি।

১. প্রথমে আধারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার সিডিং পোর্টালে যেতে হবে।
২. এরপর ফর্ম ফিল-আপ করে নাম, জেলা, রাজ্য-সহ কিছু তথ্য দিতে হবে।
৩. এলপিজি গ্যাস সার্ভিসের অপশনটি বেছে আপনি কোন সংস্থার গ্যাস সংস্থার উপভোক্তা, সেটি বেছে নিতে হবে। (INDEN হলে ‘IOCL’, ভারত গ্যাস হলে ‘BPCL’)
৪. কোন ধরনের সুবিধা, এলপিজি ডিস্ট্রিবিউটরের সিলেক্ট করে রান্নার গ্যাসের কানেকশনের কনজিউমার নম্বরটি দিন।
৫. তারপর নিজের ফোন নম্বর, ইমেল আইডি, আধার নম্বর দিয়ে সাবমিট করুন।
৬. সাবমিট হলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ইমেলে একটি ওটিপি পাবেন। ওয়েবসাইটে সেই ওটিপি দিয়ে সাবমিট করুন।
৭. আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইলে ও ইমেলে ভর্তুকির জন্য আধার লিঙ্ক সম্পন্ন হওয়ার নোটিফিকেশন চলে আসবে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ