মেষ : প্রয়োজনে পুরোনো বন্ধুর থেকে সহযোগিতা পাওয়া সহজ হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের প্রেমের বিষয়টি আজ বিয়ের দিকে রূপান্তর লাভ করতে পারে। যাত্রা শুভ নাও হতে পারে।
- Advertisement -
বৃষ : কেনাকাটায় আজ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় সমাগমে পারিবারিক কাজ কিছুটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরের কোনো সুখবর আপনার কাজের গতিকে বাড়িয়ে দিতে পারে।
- Advertisement -
মিথুন : খেয়ালিপনা ছেড়ে জটিল কোনো কাজ সম্পাদনে আজ বয়স্ক ও প্রভাবশালীদের মতামতকে গুরুত্ব দিন। সামাজিক ও রাজনৈতিক ব্যাপারে সময়মতো পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না। প্রেম ও রোমান্টিক বিষয়ে আবেগ পরিহার করে চলুন।
- Advertisement -
কর্কট : নিজের কর্মস্থল বা ব্যবসায়িক ক্ষেত্রে সতীর্থ বিপরীত লিঙ্গের সহযোগিতা না চাওয়াই উত্তম হবে। তরুণদের আজ সামাজিক কাজে মনোনিবেশ কল্যাণ বয়ে আনবে। কারও কারও ক্ষেত্রে বৈদেশিক চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে।
সিংহ : এতদিন যাঁরা আপনার কাজে বাধা উৎপন্ন করছিলেন, তাঁরাই আপনার কাজের প্রশংসা করবেন। লগ্নি ও যাত্রা ইচ্ছানুকূল লাভ দেবে।
কন্যা : নিজের বিবেক দিয়ে আটকে থাকা কাজ পুরো হবে। আর্থিক দিক মজবুত থাকবে। শারীরিক পীড়া সম্ভব। চিন্তা, অবসাদ ও ভয়ের পরিবেশ সৃষ্টি হবে। দুঃসংবাদ পেতে পারেন।
তুলা : প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রচেষ্টা সফল হবে। ঘরে-বাইরে আপনার গুরুত্ব বাড়বে। লগ্নিতে শুভ ফল পাবেন। ধন প্রাপ্তির পথ প্রশস্ত হবে, ঝুঁকি নেবেন না। বিবাহে আগত বাধা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : সুসংবাদ পেতে পারেন। ধন লাভের সম্ভাবনা প্রবল। লগ্নির শুভ ফল পাবেন, কোনও ঝুঁকি নেবেন না। জীবনসঙ্গীর ব্যাপারে চিন্তিত থাকবেন।
ধনু : আজ আপনার ব্যবসাতে উপার্জন ভালো হলেও মনের ইচ্ছাপূরণ হবে না। অফিসে মাথা ঠাণ্ডা রেখে কাজ করতে হবে। রাস্তাঘাটে ঝুঁকি নিয়ে চলাচল করতে যাবেন না। মানসিক টানাপড়েনের কাণে শারীরিক দুর্বলতা আসবে। কোনো আনন্দ সংবাদ পেতে পারেন।
মকর : আজ নতুন কোনও ব্যবসায়ে যুক্ত হলে ভালো হবে। অংশিদারী ব্যবসায় ঝামেলা দেখা দেবে। প্রেমে কমবেশি ঝঞ্ঝাট থাকবে। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় কোনো জরুরি সিদ্ধান্ত নিতে পারেন। বিদ্যুতের ব্যবহারে সতর্ক থাকুন।
কুম্ভ : আজ আর্থিক সংকট কেটে যেতে পারে। দাম্পত্য সুখ-শান্তি ফিরে আসবে।ঠান্ডা জ্বরে ভুগতে পারেন। ব্যাবসায়িক ও পেশাগত কাজে প্রশংসা পাবেন।
মীন : আজ আপনার অফিসের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মাথা ঠান্ডা রাখুন। অন্য উপায়ে উপার্জন বাড়বে। সামাজিক কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ বাড়বে। বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকবেন।