Tuesday, October 3, 2023

Horoscope Today: আজকের রাশিফল ২৮/৮/২০২৩

প্রকাশিত:

- Advertisement -

মেষ/ Aries রাশিফল Rashifal : যোগব্যায়াম এবং মেডিটেশন দিয়ে দিন শুরু করলে অনেক উপকার পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আর্থিক লক্ষ্য নিয়ে আলোচনা করতে পারেন। আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাবকে কাজে লাগিয়ে বাড়ির সমস্যা সমাধান করতে হতে পারে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : কাজের জন্য নতুন কোনও চেষ্টা বাড়তে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন। গৃহ নির্মাণের জন্য অতিরিক্ত অর্থ খরচ হবে। বুদ্ধির ভুলের জন্য কোনও বিপদ হতে পারে। সন্তানের পড়াশুনার জন্য নতুন কোনও চিন্তা ভাবনা হতে পারে। বেকারদের আশা পূরন না হওয়ার জন্য হতাশা আসতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : যে কোনও কাজ করার আপনার প্রচুর শক্তি থাকবে। বিনিয়োগ এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে তথ্য গোপনে রাখুন। স্বাস্থ্য জটিলতা তৈরি হতে পারে স্ত্রীর। ফলে মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে বুঝে কথা বলুন।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে হতে পারে। শরীরিক সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদের যোগ রয়েছে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসার জন্য চিন্তা করুন। এই সময়ে বিবাহ সংক্রান্ত কোনও আলোচনা না করাই ভাল।

সিংহ/ Leo রাশিফল Rashifal : স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো দিন। আত্মবিশ্বাসী বজায় থাকবে। অতীত বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবসর সময় উপভোগ করতে পারেন। সৃজনশীল কাজ করার সম্ভাবনা।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৬/৮/২০২৩

কন্যা/ Virgo রাশিফল Rashifa : সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। বাবার সঙ্গে মতের অমিল হতে পারে। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। অফিসের বহু পুরনো সমস্যা মিটে যাবে।

তুলা/ Libra রাশিফল Rashifal : দুশ্চিন্তা কমিয়ে মানসিক শান্তির দিকে মনোনিবেশ করতে হবে। বাড়িতে সন্ধেবেলা অতিথি আসতে পারেন। প্রিয়জনেরা আপনাকে ভাল রাখবে। অন্যদের মন জয় করতে পারবেন আজ।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরিক সমস্যা হতে পারে। শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। পেটের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। নিজের কাজের জন্য গর্ভবোধ হবে। সন্তানের পড়াশুনার জন্য মনে আনন্দ বাড়তে পারে। স্ত্রীর জন্য কোনও শুভ খবর পেতে পারেন।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আত্মবিশ্বাস বজায় থাকবে আজ। স্ত্রীর সঙ্গে কেনাকাটা করতে যাবেন আজ। পকেটে টান পড়তে আজ। অতীতের সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত রাখবে। চাকরি-সম্পর্কিত আগের যেকোনও বিষয় ঝামেলা হতে পারে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২২/৮/২০২৩

মকর/ Capricorn রাশিফল Rashifal : কোনও আত্মীয় বাড়িতে আসায় আপনার উপকার হতে পারে। ধর্মস্থানে কিছু অর্থ দান করতে হতে পারেন। সঙ্গীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পাতে পারে। শেয়ার বাজারে যুক্ত না হওয়াই ভাল।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : স্বাস্থ্য বজায় রাখতে অতিরিক্ত খাওয়া এড়ানো গুরুত্বপূর্ণ। আজ মানসিক চাপ অনুভব করতে পারেন। নতুন কোনও কিছু শুরু করার ক্ষেত্রে আজ আদর্শ দিন। আজ পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

মীন/ Pisces রাশিফল Rashifal : আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। জমি কেনা বেচার জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। টাকা পয়সা নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করবেন। ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়।

x

Latest articles

Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যআধুনিক সময়ে প্রযুক্তিগত উদ্ভাবন ও উৎকর্ষ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে...

Bankura Rail : ছাতনা-মুকুটমণিপুর রেলপথের দাবিতে আন্দোলনে স্থানীয়রা

বাঁকুড়ার ছাতনা থেকে মুকুটমণিপুর ভায়া বিষ্ণুপুর রেলপথের দাবিতে এলাকাবাসীর আন্দোলন দীর্ঘদিনের। পরবর্তী প্রকল্পটি স্বীকৃতি...

Todays Petrol Diesel Price 3/10/2023 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনুযায়ী দেশের সব শহরের জন্য তেল কোম্পানিগুলি আজকের তেলের দাম...

Jhargram : সাঁকরাইল সাহিত্য পরিষদের ১৫ তম বার্ষিক অনুষ্ঠান পালন

২০০৮ সালের ২ রা অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল জেলার একমাত্র সাহিত্য পরিষদ, সাঁকরাইল সাহিত্য পরিষদ।...

আরও খবর

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

আজ ২৭শে সেপ্টেম্বর ২০২৩ পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চার জেলায় কেমন আবহাওয়া(Weather) থাকতে পারে আসুন দেখে...

World Cup 2023 warm-up matches: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে ভারত,ইংল্যান্ড,অস্ট্রেলিয়া,নেদারল্যান্ডস

ICC পুরুষদের ওডিআই বিশ্বকাপ ২০২৩ ভারতে আগামী ৫ই অক্টোবর থেকে ১৯শে নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত...