নিজস্ব প্রতিবেদক, ঝাড়গ্রাম: শনিবার সমস্ত আইনি জটিলতা সরিয়ে মুক্তি পেয়েছেন পুলিশী সন্ত্রাস বিরোধী জনগণের কমিটির দাপুটে নেতা ছত্রধর মাহাত। সেই প্রসঙ্গে রবিবার মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ফোরক অভিযোগ আনলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক কারণেই মুক্তি দেওয়া হয়েছে ছত্রধর মাহাতকে।’
একইসঙ্গে প্রশ্ন করেন ছত্রধরের এতদিন হাজতবাস নিয়েও। বলেন, ‘ছত্রধরের কাঁধে ভর করেই জঙ্গলমহলে নিজেদের আধিপত্য বাড়িয়েছিল তৃণমূল, তবু এতদিন তাকে জেলে থাকতে হলো কেন?’ এই নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব দাবি করেন তিনি। লালগড় পর্বের সমস্ত কিছুই তার মনে আছেন বলেও জানান তিনি।
উল্লেখ করেন মেদিনীপুর সার্কিট হাউসে মমতা-ছত্রধর বৈঠকের। মুকুলের কথার উত্তরে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন ছত্রধর। বলেন, ‘এখন উনি এইসব বলছেন, যখন তৃণমূলে ছিলেন তখন কেন আমার মুক্তির ব্যবস্থা করেননি?’