পুলিশের পদক্ষেপে ঘুঁচল অন্ধকার,বসল নতুন ট্রান্সফরমার
গোপীবল্লভপুর: গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কেন্দুগাড়ী অঞ্চলের আদিবাসী অধ্যুষিত গ্রাম সোনারীমারা। ইলেকট্রিক সট সার্কিট এর কারণে এক সপ্তাহ আগে ওই গ্রামের বিদ্যুৎ সাপ্লাই ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গিয়েছিল। ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার কারণে গ্রামের আদিবাসী পরিবারগুলি বিদ্যুতের আলো, পাঁখা বিহীন ভাবে দিন কাটাচ্ছিলেন। এমনকি পানীয় জলেরও সমস্যায় পড়তে হচ্ছিল এলাকাবাসীকে।
আর সোনারিমারা গ্রামের এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শেষ পর্যন্ত এগিয়ে এলেন গোপীবল্লভপুর থানার পুলিশ আধিকারিকরা। থানার আইসি সুদীপ ব্যানার্জি এবং এএসআই তপন কুমার ঘোষ এর প্রচেষ্টায় শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিকল ট্রান্সফরমার বদল করে লাগানো হল নতুন ট্রান্সফরমার।
আর পুলিশের এই ভূমিকায় খুশি এলাকার মানুষজন। স্থানীয় সুত্রে খবর সোনারিমারা গ্রামের ট্রান্সফরমারটি প্রায়ই খারাপ হচ্ছে।আর সবসময় গ্রামের মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন পুলিশ আধিকারিকরা।এই নিয়ে মাত্র কয়েকবছরে তিন বার ট্রান্সফরমার বদল করতে সাহায্য করেছেন গোপীবল্লভপুর থানার পুলিশ আধিকারিকরা।