নিরাপদ নয় ঝাড়গ্রাম, নতুন করে করোনা আক্রান্ত ১
ঝাড়গ্রাম: প্রথম দিকে করোনা আক্রান্তের নিরিখে সবুজ তালিকায় ছিল শালবনে ঘেরা ঝাড়গ্রাম জেলা। পরের দিকে বেশ কয়েকজন ব্যক্তির শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে একসময় তারা প্রত্যেকেই বাড়ি ফিরে যান। ফলে আবারও করোনামুক্ত জেলার তকমা পায় ঝাড়গ্রাম। তবে এই মুকুট খুব বেশিদিন স্থায়ী হল না। এবার আবারও করোনা আক্রান্ত হলেন জেলার এক ব্যক্তি।
রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে ৫ জুলাই প্রকাশ করা তালিকায় দেখা যাচ্ছে, নতুন করে এক ব্যক্তির শরীরে ধরা পড়েছে করোনা পজিটিভ। তবে নতুন এই করোনা আক্রান্ত ব্যক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জেলা প্রশাসন। অবশ্য, করোনা ভাইরাসের প্রথম থেকেই বারবার নীরব থাকার অভিযোগ উঠেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে।
রবিবার নতুন করে এই সংক্রমণ ধরা পড়ায় জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়ালো ২০। এর মধ্যে ১৯ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। নতুন করে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে বলে জানা গেছে।