জেলা
রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ, এক্ষুণি আবেদন করুন…
GNE NEWS DESK: রাজ্য স্কুলে বিভিন্ন বিষয় শিক্ষা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করা যাবে রাজ্যের যে কোন জেলা থেকে এবং নিয়োগ করা হবে “ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হায়ার সেকেন্ডারি স্কুলে (বাংলা মিডিয়াম)।
চলুন দেখে নেওয়া যাক
আবেদনকারীকে কি কি যোগ্যতা অধীকারি হতে হবে-
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছিল ১২ই অক্টোবর ২০২০ এবং বিজ্ঞপ্তি নম্বর হলো- A-12032/1/2020-Estbt. (FBP)/1720 (we)
- পদের নাম হল পোস্ট গ্রাজুয়েট টিচার
শূন্যপদের সংখ্যা হল চারটি
ইংরেজি – ১, অংক – ২, বোটানি – ১, কেমিস্ট্রি – ১, ভূগোল – ১, জুওলজি – ১, ফিজিক্স – ১. - শিক্ষাগত যোগ্যতা হল আবেদনকারীকে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রী পাস করতে হবে এবং বিএড ডিগ্রি থাকতে হবে।
- পদের নাম ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার।
শূন্য পদের সংখ্যা হল ৬টি।
সাইন্স-২, ইংরেজি-১, হিন্দি-১, ইতিহাস-১, বায়ো সাইন্স-১
শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী/ বিজ্ঞান অথবা কলা বিভাগে চার বছরের গ্রাজুয়েশন ও বিএড এর কম্বাইন্ড কোর্স পাস করতে হবে। আবেদনকারীকে অবশ্যই সি.টেট উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি বিয়ের ডিগ্রি থাকা বাধ্যতামূলক। - পদের নাম হল ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার।
শূন্য পদের সংখ্যা হল ২ টি।
মেল ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর-১, ফিমেল ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর-১।
শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ফিজিক্যাল এডুকেশন স্নাতক উত্তীর্ণ হতে হবে অথবা বি.পি.এড। - পদের নাম হল ট্রেন্ড গ্রাজুয়েট টিচার।
শূন্য পদের সংখ্যা হল ১ টি (মিউজিক)।
শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৫০% নাম্বার সহ মিউজিক এ গ্রাজুয়েশন পাস। - পদের নাম হলিউড ফ্রেন্ড গ্র্যাজুয়েট টিচার।
শূন্য পদের সংখ্যা হল ১ টি ( কম্পিউটার সাইন্স )
BCA/MCA/M.Sc (IT)/ B.Sc (Computer science )/ বি.ই./ বি.টেক (কম্পিউটার সাইন্স) অথবা যে কোন বিজ্ঞান বিভাগের বিষয় গ্রাজুয়েশন/পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রী আবশ্যক। সি.টেট উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাশ করতে হবে। - পদের নাম প্রাইমারি টিচার।
শূন্য পদের সংখ্যা হল ৭টি
শিক্ষাগত যোগ্যতা হতে হবে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস এবং সিটেট/টেট উত্তীর্ণ হতে হবে।
সবক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। বয়স হিসাব করা হবে ১লা অক্টোবর ২০২০ তারিখ অনুযায়ী। - বেতন নির্ধারণ করা হয়েছে-
পোস্ট গ্রাজুয়েট টিচাররা পাবেন প্রতিমাসে ২৭,৫০০ টাকা।
ট্রেইন্ড গ্যাজুয়েট টিচাররা পাবেন প্রতিমাসে ২৬,২৫০ টাকা।
প্রাইমারি টিচার রা পাবেন প্রতিমাসে ২১,২৫০ টাকা।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা হলো – The Principal (Farakka Barrage Project Higher Secondary School), Farakka Barrage Project, Post: Farakka Barrage District: Murshidabad – 742212, West Bengal.
আবেদন করার পদ্ধতি হলো আবেদনপত্র পূরণ করে সাথে সমস্ত নথিপত্রের সেল্ফ অ্যাটেস্টেড কপি একটি মুখ বন্ধ খামে ভোরে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে এবং খামের উপরে লিখতে হবে ” Application for the Post of………….” (PGT/TGT/PRT).
অফিসিয়াল ওয়েবসাইট- http://fbp.gov.in/index.html