গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীর ঘাট গুলোতে হল ‘ভীষ্ম পঞ্চক’ ব্রত
ঝাড়গ্রাম: গোপীবল্লভপুর হল বৈষ্ণবীয় ভাবধারার একটি অন্যতম পীঠস্থান। এখানকার মানুষের মধ্যে যেমন শ্রী পাট গোপীবল্লভপুরের ঠাকুরবাড়ির প্রভাব রয়েছে তেমনি রয়েছে পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার প্রভাব।আর সেই উড়িষ্যার ভাবধারার প্রভাবে রাস উৎসব উপলক্ষে গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে হল ‘ভীষ্ম পঞ্চক’ ব্রত,কারো কারো মতে বক পঞ্চক।রাস পূর্ণিমার আগে একাদশী তিথি থেকে শুরু করে আজ পূর্ণিমা পর্যন্ত ধর্মপ্রাণ মানুষরা মুলত মহিলারা সুবর্ণরেখা নদীতে ভোরে স্নান করে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ প্রদান এবং নদীর চরে পুজো পাট করে পাঁচ দিনের ভীষ্ম পঞ্চক ব্রত পালন করেন।এই ভীষ্ম পঞ্চক ব্রত গোপীবল্লভপুরের কুড়িচামঠ, ভট্টগোপালপুর, জগন্নাথপুর,পিড়াশিমূল,আশুই সহ সুবর্ণরেখা নদী তীরবর্তী গ্রামগুলোতে ব্যাপক পরিমাণে হতে দেখা যায়। স্থানীয়রা জানান- গৃহস্থের কল্যানের জন্য প্রাচীন কাল থেকেই এলাকায় ভীষ্ম পঞ্চক ব্রত হয়ে আসছে।