তামিলনাড়ুতে তাপ বিদ্যুৎ কারখানায় ভয়াবহ বিষ্ফোরণে মৃত ৬ আহত ১৭
তামিলনাড়ুর তাপ বিদ্যুৎ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিষ্ফোরণে মৃত হয়েছে ৬ জনের এবং আহত হয়েছেন ১৭ জন বলে জানা যাচ্ছে।
জানা গেছে তামিলনাড়ুর এনএলসি ইন্ডিয়া লিমিটেডের একটি তাপ বিদ্যুৎ কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ও আহতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
গত মে মাসেই এই কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে ছিল। সেই বিষ্ফোরণে ৮ জন আহত হয়েছিল। এক মাস পরেই পুনরায় বয়লার বিস্ফোরণ ঘটে। এবার এখনো পর্যন্ত বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে বলে জানা গেছে সংবাদ সংস্থা ANI সূত্রে। পর পর বিস্ফোরণ ঘটায় আতঙ্কিত কারখানা কর্মীরা।
https://twitter.com/ANI/status/1278230158873411587?s=08
জানা গেছে ওই কারখানায় ৩৯৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। যে ইউনিটে বিস্ফোরণ হয়েছে, তাতে ১৪৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। ওই কারখানায় ২৭০০০ কর্মী রয়েছে বলে জানা গেছে।