Ram Mandir : রামলালা মূর্তির প্রাণপ্রতিষ্ঠা, সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

img 20240122 wa0000

অযোধ্যার রামমন্দিরে সোমবার প্রাণপ্রতিষ্ঠা হল রামলালার মূর্তিতে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গর্ভগৃহে রামলালার বিগ্রহের চোখের বাঁধন খুলে দেওয়া হয়। নরেন্দ্র মোদী ছাড়াও সেখানে ছিলেন যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল এবং আরএসএস প্রধান মোহন ভাগবত।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর অযোধ্যায় রাম মন্দির স্থাপনের অনুমতি মেলে। অবশেষে ২২ জানুয়ারি তা সম্পন্ন হল। রামমন্দিরে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে পুজোর ডালা নিয়ে গর্ভগৃহের দিকে প্রবেশ করেন। খুলে দেওয়া হয় রামলালার বিগ্রহের চোখের বাঁধন। তারপর সমস্ত আচার পালন করে প্রাণপ্রতিষ্ঠা হয় রামলালার মূর্তিতে। পঞ্চপ্রদীপে রামলালার আরতি করেন প্রধানমন্ত্রী। রামলালার মূর্তির সামনে সাষ্টাঙ্গ প্রণাম করেন তিনি। মন্দির চত্বরে ১১ দিনের উপবাস ভঙ্গ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 29/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ