Ram Mandir : কি কি গয়না পড়বেন রামলালা? জেনে নিন একনজরে

1705930645 2

২২ জানুয়ারি সোমবার সম্পন্ন হল রাম মন্দির প্রতিষ্ঠা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে হল রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা। কৃষ্ণশিলায় তৈরি হয়েছে রামলালার বিগ্রহ। উচ্চতা ৫১ ইঞ্চি। বিগ্রহের গায়ে রয়েছে বিপুল গয়নার সমাহার। গবেষণা করে গয়নার নকশা তৈরি করেছেন যতীন্দ্র মিশ্র। লখনউয়ের দু’টি দোকান থেকে গহনা তৈরি হয়েছে।

বিগ্রহের মাথায় রয়েছে হিরে, চুনি, পান্না বসানো সোনার মুকুট। হিরে, চুনি, পান্না বসানো ময়ূরের নকশার সোনার কুন্তল রয়েছে বিগ্রহের কানে। ফুলের নকশা কাটা অসংখ্য হিরে, চুনি, পান্না খোদাই করা সোনার অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠ রয়েছে গলায়। বিগ্রহের হৃদয়ে রয়েছে কৌস্তুভ মণি। সেটি বসানো মণিহারে। কণ্ঠ এবং নাভির মাঝে ঝুলছে পাঁচনলি হার। বৈজয়ন্তী বা বিজয়মালা ঝুলছে গলায়। সবচেয়ে বড় এই হারটি অসংখ্য হিরে, পান্না বসিয়ে এবং বৈষ্ণব রীতি মেনে খোদাই করা রয়েছে শঙ্খ, সুদর্শন চক্র, পদ্ম, মঙ্গল কলস।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 26/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

দুই হাতে রয়েছে সোনার তৈরি বাজু। দুই হাতে রয়েছে সোনার বালা। দুই হাতের আঙুলে মুক্তো বসানো আংটি। পায়ে চুনি বসানো সোনার পায়েল। বাম হস্তে সোনার ধনুক, ডান হস্তে সোনার তীর, পায়ের নীচে সোনার পদ্ম।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ