“আসল লড়াই হবে ২০২৪-এ। সাহেব তা জানেন”, নাম না করে মোদীকে কটাক্ষ পিকের

"আসল লড়াই হবে ২০২৪-এ। সাহেব তা জানেন", নাম না করে মোদীকে কটাক্ষ পিকের

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বৃহস্পতিবার বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। পঞ্জাব ছাড়া সব রাজ্যে পরিলক্ষিত হয়েছে গেরুয়া ঝড়। বিভিন্ন বিতর্ক সত্ত্বেও উত্তরপ্রদেশেও বিপুল জয় পেয়েছে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি। এরই মাঝে শুক্রবার টুইট করে বকলমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। জানালেন, ‘আসল লড়াই হবে ২০২৪ সালে।’

আরও পড়ুন:  Dilip Ghosh: “ডিসেম্বর আসুক কিছু তো হবেই”, সত্য সাঁই বাবার জন্মদিনে খড়গপুর এসে বললেন দিলীপ

উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পরে সারা দেশ সহ এই রাজ্যের পরিলক্ষিত হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। কটাক্ষ করে ভোটকুশলী প্রশান্ত কিশোর শুক্রবার টুইট করেন, “দেশের আসল লড়াই ও নির্ধারণ হবে ২০২৪ সালে, কোন রাজ্যের নির্বাচনে নয়। সাহেব তা জানেন! যদিও এই সুচতুর ভাবে বিধানসভা ভোটের ফলাফল কেন্দ্র করে উন্মাদনা তৈরি আসলে বিরোধীদের উপর মনস্তাত্বিক প্রাধান্য বিস্তারের প্রচেষ্টা। এই মিথ্যা বর্ণনায় প্রভাবিত বা শরিক হবেন না।”

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

বিজেপিকে লক্ষ্য করে পিকের এই তীব্র কটাক্ষে ‘সাহেব’ হিসেবে উল্লিখিত হয়েছেন কোন একজন। রাজনৈতিক মহলের অভিমত, ভোট কুশলী কুশলতার সঙ্গে আসলে বিজেপির প্রধান প্রচার মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কটাক্ষ করেছেন ‘সাহেব’ সম্বোধনের মাধ্যমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ