Assembly Election 2023 : বিজেপি ৩, কংগ্রেস ১! মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তীসগঢ়ে পদ্ম

Assembly Election 2023 : বিজেপি ৩, কংগ্রেস ১! মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তীসগঢ়ে পদ্ম

মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, তেলেঙ্গানায় রবিবার চলছে বিধানসভা নির্বাচনের গণনা। গণনায় স্পষ্ট হচ্ছে ৩-১ ফলাফলের আভাস। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে ক্ষমতা দখলের পথে বিজেপি। অন্যদিকে তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস।

তেলঙ্গানার ১১৯টি আসনের মধ্যে ৬৪টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। বিআরএস এগিয়ে ৪১টি আসনে। ৯টি আসনে বিজেপি এবং অন্যান্য দল ৫টি আসনে এগিয়ে রয়েছে। বিআরএস-কে সরিয়ে ক্রমশ ক্ষমতা দখলের দিকে এগোচ্ছে কংগ্রেস।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 8/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

রাজস্থানে পালাবদলের সম্ভাবনা। মোট ২০০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ১১৩টি আসনে। কংগ্রেস এগিয়ে ১৩টি আসনে। বিএসপি ২টি আসনে। রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 6/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

ছত্তীসগঢ়ে মোট ৯০টি আসনের মধ্যে ৫৩টিতে এগিয়ে বিজেপি। সরকার গঠনে প্রয়োজন ৪৬টি আসন। কংগ্রেস এগিয়ে ৩৫টি আসনে।

মধ্যপ্রদেশের এখনও পর্যন্ত গণনার যা ফলাফল, ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। ২৩০টি আসনের মধ্যে সরকার গঠনে দরকার ১১৬টি আসন। বিজেপি ১৬২টি আসনে এগিয়ে, কংগ্রেস ৬৫টি আসনে এগিয়ে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ