বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী! অধীরের মন্তব্য ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী! অধীরের মন্তব্য ঘিরে শোরগোল রাজনৈতিক মহলে

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মুখ করে নির্বাচন চাইলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। যদিও এই দাবির প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে রাজি হননি স্বয়ং বিচারপতি গঙ্গোপাধ্যায়।

প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, “বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ করে একটা নির্বাচন হোক। সেই নির্বাচন হলে আমি কায়মনোবাক্যে ওই মানুষটিকে ভোট দিতে লাইনের সবচেয়ে আগে দাঁড়াব।” অধীর ব্যাখ্যা দিয়েছেন, বিচারপতি বাংলার মানুষ বিশ্বাস ও ভরসা অর্জন করেছেন।

আরও পড়ুন:  নতুন রাজনীতি, গনতন্ত্র রক্ষার দায়িত্ব দেওয়া হোক এদের হাতেই

মুর্শিদাবাদ সফরে এসে যদিও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অধীর চৌধুরীর দাবি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, “আমি শুনেছি কথাটা। এটা নিয়ে আমি কিছু বলব না।’’ একের পর এক দুর্নীতি মামলায় বিচারপতি হিসাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, রায় ও পদক্ষেপ বারবার আলোচিত ও সমালোচিত হয়েছে। তিনি প্রকাশ্যে এলেই সাধারণ মানুষ তাঁকে ঘিরে ধরে উন্মাদনা প্রকাশ করেন, অভিনন্দন জানান। অনেকে তাঁকে বঞ্চিত মানুষদের ভগবান হিসাবেও দেখেন। মুর্শিদাবাদ সফরে এসে বিচারপতির মন্তব্য, ‘‘আমি ভগবান-টগবান কিছু নই। বিচারব্যবস্থা থেকেই আমি তৈরি হয়েছি।’’ আরও বলেন, ‘‘যদি সত্যি অভিনন্দন কারও প্রাপ্য হয়, তবে সেটা ভারতীয় বিচারব্যবস্থা এবং ভারতীয় সংবিধানের।’’

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ