Narendra Modi : “না শুধরালে জনতা সাফ করে দেবে”, জয়ের পর মোদির হুঁশিয়ারি

Narendra Modi : "না শুধরালে জনতা সাফ করে দেবে", জয়ের পর মোদির হুঁশিয়ারি

চার রাজ্যবিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিসগড় এই তিন রাজ্যে বিজেপির জয়। অন্যদিকে তেলেঙ্গানায় জয় পেয়েছে কংগ্রেস। উত্তর ভারত থেকে কার্যত ধুয়েমুছে সাফ কংগ্রেস। এই জয়ের পরেই বিজেপির জাতীয় দফতরে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের বক্তব্যে বিরোধীদের নিশানা করেন তিনি। হুঁশিয়ারি দেন, “শুধরে যান! না হলে জনতা বেছে বেছে সাফ করে দেবে!”

নিজের বক্তব্য মোদি অভিযোগ করেন, চার রাজ্যে বিধানসভা ভোটে জাতি এবং সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগির চেষ্টা করেছিল বিরোধীরা। তিনি বলেন, “নারীশক্তির উন্নয়ন ছিল বিজেপির অন্যতম লক্ষ্য। সেই চেষ্টা করে গিয়েছি। মহিলারা আশীর্বাদ করেছেন। দেশের সব মা-বোনকে বলছি, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা ১০০ শতাংশ পূরণ করব। এটা মোদীর গ্যারান্টি।” তাঁর কথায়, “দেশের সফলতার গাড়ি হবে। এটাও মোদীর গ্যারান্টি। যেখানে বিশ্বাস খতম হয়, সেখানে মোদীর গ্যারান্টি শুরু হয়।”

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 31/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

মোদী বলেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইয়ে প্রচুর জনসমর্থন মিলছে। ভোটাররা জানিয়ে দিচ্ছেন, দুর্নীতিগ্রস্তদের পাশে তাঁরা নেই। কেন্দ্রীয় এজেন্সিজদের যাঁরা দুর্নাম করেন, তাঁদের পাশে মানুষ নেই।’’ বিরোধীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “আপনারা শুধরে যান। জনতা নাহলে আপনাদের বেছে বেছে সাফ করে দেবে।’’ বিজেপির উপর মানুষ আস্থা রেখেছেন জানিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মোদির বার্তা, “দায়িত্ব আরও বেড়ে গেল আমাদের।” জেপি নড্ডা সহ সমস্ত বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ