Kerala Blast : কেরলে বিস্ফোরণ, মৃত ১, আহত বহু, তদন্তে এনআইএ

Kerala Blast : কেরলে বিস্ফোরণ, মৃত ১, আহত বহু, তদন্তে এনআইএ

কেরলের এর্নাকুলামে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে একটি অনুষ্ঠান চলাকালীন। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু সংবাদ মিলেছে। আহত বহু। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় জঙ্গি যোগের আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ।

জানা গিয়েছে, গত তিনদিন ধরে কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল। রবিবার ছিল অনুষ্ঠানের শেষ দিনে প্রায় ২ হাজার জন উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সকাল ৯টা নাগাদ প্রথম বিস্ফোরণ ঘটে। তারপর আরও দু’টি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে ঘিরে রেখেছে পুলিশ। চলছে উদ্ধারকার্য। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করে সব হাসপাতালকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ-র তদন্তকারী দলও।

 

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ