Friday, September 22, 2023

Dattapukur Blast : দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, স্পষ্ট নয় মৃত ও আহতের সংখ্যা

প্রকাশিত:

- Advertisement -

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের দত্তপুকুরে রবিবার সকালে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। প্রায় ৬ জনের মৃতদেহ উদ্ধার হলেও মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। আহত অবস্থায় হাসপাতালে আনা হলে ১ জনের মৃত্যু হয়।এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন। তাঁদের মধ্যে ৪ জন মহিলা, ৩ জন পুরুষ। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ বিস্ফোরণের জোরালো শব্দে কেঁপে ওঠে বারাসাত লাগোয়া দত্তপুকুর থানার অন্তর্গত নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া অঞ্চল। বিস্ফোরনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে কংক্রিটের বাড়ি সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়। ৫০-১০০ মিটার দূরে এদিক ওদিক ছিটকে পড়ে মৃতদেহ। এলাকার মানুষজনের অভিযোগ, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক মদতে এলাকায় চলছিল বেআইনি বাজি কারখানা। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ গেলে গ্রামবাসীরা পুলিশের উপরে চড়াও হয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। বারাসাত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স ঘটনাস্থলে যায় এবং দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।

অন্যদিকে দত্তপুকুরের ঘটনাকে কেন্দ্র করে চলছে দোষারোপ ও পাল্টা দোষারোপ। বিজেপি অভিযোগের আঙুল তুলেছে শাসক দল তৃণমূলের দিকে। বিজেপিরাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই অপদার্থ দল যত দিন ক্ষমতায় থাকবে, তত দিন রাজ্যের মানুষ মরতেই থাকবে।” এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। আবার ঘটনাস্থলে গিয়ে রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ দাবি করেছেন, ঘটনায় স্থানীয় আইএফএফ নেতা জড়িত। পাল্টা আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তৃণমূলকেই অভিযুক্ত করেছেন।

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Jhargram Durga Puja : ১৬০ বছরের পুজো গোপীবল্লভপুরে, বক্সী বাড়িতে ‘অপরাজিতা’ রীতি

ঝাড়গ্রাম জেলার (Jhargram) গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের (Gopiballavpur) ঝাড়খন্ড রাজ্যের সীমান্ত লাগোয়া জানাঘাটি গ্রামের...

Paschim Medinipur : জেলায় গঠিত হল জেলা পরিষদের স্থায়ী কমিটি, স্থির কর্মাধ্যক্ষদের নাম

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যপশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার জেলা পরিষদের (Zilla Parishad) স্থায়ী কমিটিগুলি...

UNESCO World Heritage : শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ, ঘোষণা ইউনেস্কোর

বাংলার জন্য ফের গর্বের মুহূর্ত। বোলপুরের শান্তিনিকেতন (Santiniketan) এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের (UNESCO World...