Budget 2022-23 : বাজেট পেশের আগে তৎপর রাজ্য, পঞ্চায়েত দফতরের বরাদ্দ বৃদ্ধিতে উদ্যোগ

মাসের শেষেই বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জানা গিয়েছে বৃদ্ধি পেতে পারে পঞ্চায়েত স্তরে গ্রামোন্নয়নের ক্ষেত্রে বাজেটে বরাদ্দের পরিমান। তাই বিগত বরাদ্দের অর্থ পঞ্চায়েত স্তরে খরচ করতে উদ্যোগ নিল রাজ্য

চলতি অর্থবর্ষে বরাদ্দ অর্থ পঞ্চদশ অর্থ কমিশন থেকে পাওয়া গিয়েছে আগেই। দ্বিতীয় কিস্তির টাকার জন্য আবেদন জানানো হয়েছে। প্রথম কিস্তিতে মোট ১ হাজার ৭৬৬ কোটি টাকা গ্রামোন্নয়নে খরচ করেছে পঞ্চায়েত দফতর।

২০২১-২২ অর্থবর্ষের টাকা জানুয়ারি মাসে রাজ্যের ২১টি জেলার ৩২২৯টি গ্রাম পঞ্চায়েত পেয়েছে। এখন মার্চ মাসে অর্থবর্ষ শেষ হওয়ার আগেই সেই বরাদ্দ কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দফতর। সেই মর্মে মন্ত্রী পুলক রায়ের তরফে দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ