শনিবার আইএসএল-এ ফিরতি ডার্বি। মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। তার আগে পাল্টা চাপ বাড়ানোর কৌশল অবলম্বন করলেন ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা। জানালেন, ডার্বিতে মোহনবাগানের উপরেই বেশি চাপ থাকবে।
- Advertisement -
চলতি আইএসএল-এ বিন্দু মাত্র ফর্মে নেই ইস্টবেঙ্গল। গত ডার্বি হেরেছে বিশ্রী ভাবে। বারবার পরিবর্তিত হয়েছে কোচ। কিন্তু ১৩ টি ম্যাচ খেলে জয় মিলেছে মাত্র ১ টিতে। ড্র ও হার সমান সমান ৬ টি করে। গোল হজম করতে হয়েছে ২৫ টি, লিগে সবচেয়ে বেশি গোল খাওয়ায় দ্বিতীয়। এমনকি বিগত ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলে হায়দ্রাবাদের কাছে দল হেরেছে ৪-০ গোলে। প্রশ্ন চিহ্ন উঠেছে দলের রক্ষণ নিয়ে। এমতবস্থায় ডার্বির আগে ইস্টবেঙ্গলের উপর বিশেষ ভরসা রাখতে পারছেন না কোনও বিশেষজ্ঞই। তবুও মনস্তাত্বিক লড়াইয়ে দলকে এগিয়ে রাখার কৌশল নিলেন লাল-হলুদ কোচ।
- Advertisement -
ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা শনিবারের ডার্বি প্রসঙ্গে জানান, ‘ডার্বি সবময় ৫০-৫০। আমাদের আন্ডারডগ বলা হচ্ছে ঠিকই, কিন্তু বাস্তব পরিস্থিতি অতটাও খারাপ না। সব ফুটবলারই পেশাদার। পেশাদার ফুটবলাররা জেতার লক্ষ্যেই মাঠে নামে। আমাদের দলের ফুটবলারদের প্রস্তুতি দেখলেই বোঝা যাবে, ওরা ডার্বি জয়ের জন্যই তৈরি হচ্ছে।’ সেই সঙ্গে বাগানের উপর চাপ বৃদ্ধি করতে তাঁর মন্তব্য, ‘ডার্বিতে ওদের উপরেই বেশি চাপ থাকবে। কারণ, ওরা প্রথম চারটি দলের মধ্যে থাকার লড়াইয়ে আছে। তাই এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার তাগিদ ওদের বেশি থাকবে।’ যদিও মোহনবাগানের আক্রমণ নিয়ে তিনি যে যথেষ্ট চিন্তিত তাও স্পষ্ট হয়েছে রিভেরার কথায়। বাগানকে আটকানোর কৌশল সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘ওদের আক্রমণভাগ আইএসএল-এর অন্যতম সেরা। কিন্তু ওদের আটকাতে হবে। আমরা মাঝমাঠেই ওদের আটকে দেওয়ার পরিকল্পনা করছি। ওদের মিডফিল্ডারদের দৌড়তে দিলে হবে না। আমাদের রক্ষণে ওদের জায়গা দেওয়া চলবে না।’