Ghatal : রণক্ষেত্র ঘাটাল, প্রধানকে মারধরের অভিযোগ, নিয়ন্ত্রণে র‍্যাফ

Ghatal : রণক্ষেত্র ঘাটাল, প্রধানকে মারধরের অভিযোগ, নিয়ন্ত্রণে র‍্যাফ

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) ইড়পালা গ্রাম পঞ্চায়েতের (Irpala Gram Panchayat)  উপসমিতি গঠনকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্র হয়ে উঠলো এলাকা। বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেসের (TMC) সদস্য সংঘর্ষে জড়ান। অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানকে মারধরের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামানো হয়েছে র‍্যাফ ও পুলিশ বাহিনী।

আরও পড়ুন:  Durga Puja 2023 : তৃণমূলের পাশাপাশি পুজোর অনুদানে এই বার গেরুয়া শিবির

ইড়পালা গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে ৮টিতে বিজেপি ৭টিতে তৃণমূল জয়ী হয়। পঞ্চায়েত গঠন করে বিজেপি। কিন্তু সোমবার বিজেপির এক পঞ্চায়েত সদস্য রমা মণ্ডল তৃণমূলে যোগ দেন। তারপর থেকেই এলাকায় থমথমে পরিবেশ ছিল বুধবার পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়ক শীতল কপাটের অভিযোগ, বিজেপির পঞ্চায়েত প্রধান বাসন্তী পোড়েকে ঠিলে ফেলে দেওয়া হয়। তিনি আহত হয়ে অজ্ঞান হয়ে যান। বিজেপির আরও কর্মী সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। আহতদের ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের তরফে বিজেপির অভিযোগ অস্বীকার করে পাল্টা অশান্তির অভিযোগ আনা হয়েছে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ