MLA Salary : বিপুল বেতন বৃদ্ধি রাজ্যের মন্ত্রী-বিধায়কদের

MLA Salary : বিপুল বেতন বৃদ্ধি রাজ্যের মন্ত্রী-বিধায়কদের

রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধায়কদের বেতন বিপুল পরিমানে বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিক্ষেত্রেই বেতন বৃদ্ধি করা হয়েছে মাসিক ৪০ হাজার টাকা করে৷ যদিও মুখ্যমন্ত্রী হিসাবে নিজের বেতন বৃদ্ধি করেননি মমতা।

বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা করে বৃদ্ধি করা হল। ফলে বিধায়কদের বেতন ছিল মাসে ১০ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীদের বেতন মাসিক ১০ হাজার ৯০০ টাকা থেকে ৫০ হাজার ৯০০ টাকা এবং পূর্ণমন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ৫১ হাজার টাকা হচ্ছে৷

আরও পড়ুন:  Bangla Diwas : ১ বৈশাখ বাংলা দিবস, ‘বাংলার মাটি বাংলার জল’ রাজ্য সঙ্গীত, প্রস্তাব পাশ বিধানসভায়

এখন থেকে বেতন ও ভাতা মিলিয়ে বিধায়কেরা মাসে ১ লক্ষ ২১ হাজার টাকা করে পাবেন। রাজ্যের বিরোধী দলনেতা, প্রতিমন্ত্রী ও মন্ত্রীরা মাসে দেড় লক্ষ টাকা করে পাবেন। যদিও মুখ্যমন্ত্রী হিসাবে নিজের বেতন বৃদ্ধি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রাক্তন সাংসদ হিসাবে আমি পেনশন বাবদ এক লক্ষ টাকা পাই। এ ছাড়াও, বিধায়ক হিসাবে আমি বেতন পাই। কিন্তু নিই না। আমি আমার বই বিক্রির স্বত্ব বাবদ যা টাকা পাই, তা দিয়েই আমার চলে যায়।”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ