ফের প্রশ্নের মুখে রাজ্য সরকার, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া বাতিল

নিয়োগ নিয়ে ফের সমস্যায় রাজ্য সরকার। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট) বাতিল করে দিল রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ, নিয়োগ সংরক্ষণ নীতির নিয়ম মেনে করা হয়নি।

স্যাটের চেয়ারম্যান সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য পুলিশের ৮৪১৯টি পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০১৯ সালে। ২০২০ সালে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়। ৩৭৫ জন পরীক্ষার্থী নিয়োগ নিয়ে মামলা স্যাটে মামলা করায় ১৮৭১ জন চাকরিতে যোগ দেওয়ার পরেই বাকিদের নিয়োগ স্থগিত হয়।

আরও পড়ুন:  মাধ্যমিক পাশে ভারতীয় নৌবাহিনীতে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

শুক্রবার এই মামলার রায়দান ছিল। ডিভিশন বেঞ্চের রায়ে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি অনুযায়ী সংরক্ষণ মেনে নিয়োগ হয়নি এবং সেই বিষয়ে পাবলিক সার্ভিস কমিশনের উত্তর গ্রহণযোগ্য নয়। সেই কারণে সম্পূর্ণ প্যানেল বাতিল করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ