Gas Price : মধ্যবিত্তের সুরাহা, কমছে রান্নার গ্যাসের দাম

Gas Price : মধ্যবিত্তের সুরাহা, কমছে রান্নার গ্যাসের দাম

অবশেষে মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার রান্নার গ্যাসের দাম কমানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ২০০ টাকা করে দাম কমছে। এছাড়া উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪০০ টাকা করে কমতে চলেছে।

চলতি বছরে একাধিক বার বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম৷ মে মাসে দু’বার বৃদ্ধি পেয়েছিল মূল্য। শেষ বার জুলাই মাসে রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল। এর মাঝে বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম ৯৯.৭৫ টাকা কমানো হলেও, অপরিবর্তিত ছিল রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম। এই মুহূর্তে কলকাতায় ১,১২৯ টাকা করে রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য।


এইদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “ওনাম ও রাখী বন্ধন উপলক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা রান্নার গ্যাসের এলপিজি সিলিন্ডারের মূল্য ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।” এই মূল্য হ্রাসকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্নেহ উপহার’ বলেও উল্লেখ করেছেন তিনি।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ