- Advertisement -
উত্তরোত্তর বেড়েই চলেছিল গ্যাসের সিলিন্ডারের দাম। তারই মধ্যে গত ২৯ আগস্ট গৃহস্থের রান্নার গ্যাসের দাম কমিয়ে মধ্যবিত্তকে স্বস্তি দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবার কমছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও।
সূত্রের খবর, শুক্রবার থেকে কমতে পারে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম। সিলিন্ডার প্রতি ১৫৮ টাকা করে দাম কমতে পারে। এই নতুন দাম কার্যকর হলে দিল্লিতে একটি ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হবে ১,৫২২ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার রান্নার গ্যাসের দাম কমানোর বিষয়ে সবুজ সংকেত দেওয়ার পর রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ২০০ টাকা করে দাম কমেছে। এছাড়া উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪০০ টাকা করে কমেছে।