“বিজেপি গ্রেট ইন্ডিয়ান লুঠ পরিচালনা করছে”, আক্রমণ মুখ্যমন্ত্রীর, সংবাদমাধ্যমকেও কটাক্ষ

"বিজেপি গ্রেট ইন্ডিয়ান লুঠ পরিচালনা করছে", আক্রমণ মুখ্যমন্ত্রীর, সংবাদমাধ্যমকেও কটাক্ষ

শুক্রবার মধ্যরাত থেকে কলকাতায় ফের ৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম। একই সঙ্গে বিভিন্ন পেট্রো-পণ্যের দামও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে মূল্যবৃদ্ধিআকাশ ছুঁয়েছে। কার্যত আগুন লেগেছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের হেঁশেলে। এই সব প্রসঙ্গে শনিবার বিকেলে টুইট করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তীব্র কটাক্ষ, “বিজেপি গ্রেট ইন্ডিয়ান লুঠ পরিচালনা করছে।”

আরও পড়ুন:  “পশ্চিমবঙ্গ জেহাদিদের জায়গা হবে নাহলে ডবল ইঞ্জিন সরকার হবে”, তৃণমূল-সিপিএমকে আক্রমণ শুভেন্দুর

শনিবার টুইট করে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “ভারতের জনগণকে এই মুহূর্তে পীড়ন করা বন্ধ করুক কেন্দ্রীয় সরকার। ক্রমাগত জ্বালানি, এলপিজি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রর মূল্যবৃদ্ধি করে বিজেপি আসলে বিজেপি গ্রেট ইন্ডিয়ান লুঠ পরিচালনা করছে।”

আরও পড়ুন:  “শুভেন্দুকে দিয়ে বীরবাহার জুতো পালিশ” করানোর হুমকি কুনাল ঘোষের

এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, “জনগণকে বোকা বানানো হচ্ছে!” সেই সঙ্গে সংবাদমাধ্যমের দিকেও কটাক্ষ হেনেছেন মমতা। টুইটে লিখেছেন, “সংবাদমাধ্যমের নীরব ও অন্ধ থাকা দুঃখজনক!”

2 thoughts on ““বিজেপি গ্রেট ইন্ডিয়ান লুঠ পরিচালনা করছে”, আক্রমণ মুখ্যমন্ত্রীর, সংবাদমাধ্যমকেও কটাক্ষ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ