বিজেপির মন্ত্রীর মুখে কালি! অম্বেডকর নিয়ে মন্তব্যের জের

বিজেপির মন্ত্রীর মুখে কালি! অম্বেডকর নিয়ে মন্তব্যের জের

পুণেতে মহারাষ্ট্রে বিজেপির উচ্চশিক্ষা মন্ত্রী চন্দ্রকান্ত পাটিলের মুখে কালি ছেটানোর অভিযোগ উঠেছে। বি আর অম্বেডকর এবং জ্যোতিরাও ফুলে নিয়ে তাঁর মন্তব্য নিয়ে বিতর্কের কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, শনিবার পিম্পরি চিঞ্চওয়াড়েতে উচ্চশিক্ষা মন্ত্রী চন্দ্রকান্ত পাটিলের মুখে কালি ছেটানো হয়। একটি ভিডিও টুইটারে শেয়ার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার ঔরঙ্গাবাদে একটি অনুষ্ঠানে চন্দ্রকান্ত পাটিল বলেন, “অম্বেডকর এবং ফুলে শিক্ষা প্রতিষ্ঠাগুলির ক্ষেত্রে সরকারি সহযোগিতার জন্য অপেক্ষা করেননি। স্কুল, কলেজ খোলার জন্য জনগণের সহযোগিতায় তহবিল গড়েছিলেন।” নিজের বক্তব্যে তিনি ইংরাজি ‘বেগড’ শব্দটি ব্যবহার করেন। তা থেকেই বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন:  সুকান্ত মজুমদারের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, টুইট করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

যদিও মন্ত্রীর বক্তব্য, তাঁর শব্দ চয়নে কোনো ভুল নেই৷ ‘বেগড’ শব্দের আক্ষরিক অর্থ ‘ভিক্ষা করা’ বোঝালেও এক্ষেত্রে অর্থ ভিন্ন৷ ইতিমধ্যে কালি ছেটানোর ঘটনার প্রেক্ষিতে পিম্পরি চিঞ্চওয়াড়ের তিন আধিকারিক-সহ সাত পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে প্রশাসনের তরফে৷

আরও পড়ুন:  “গরুর দামের থেকেও কম দাম তৃণমূলের বিধায়ক সাংসদদের”, তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ