Nipah Virus : এবার নিপা ভাইরাসের আতঙ্ক, কেরালায় কনটেনমেন্ট জোন

Nipah Virus : এবার নিপা ভাইরাসের আতঙ্ক, কেরালায় কনটেনমেন্ট জোন

ফের ভাইরাস আতঙ্ক! এবার নিপা ভাইরাস! কেরলের কোঝিকোড় জেলার ২ বাসিন্দার নিপা ভাইরাসে মৃত্যুর খবর মিলিছে। আক্রান্ত হয়ে ২ জন আপাতত চিকিৎসাধীন। তাদের বয়স যথাক্রমে ৯ বছর ও ২৪ বছর৷ এরপরেই কেরলের ৭টি গ্রামে কনটেনমেন্ট জোন ঘোষিত হয়েছে। বেশ কিছু স্কুলে পঠনপাঠন স্থগিত হয়েছে৷

ফ্রুট ব্যাটস-এর মাধ্যমে মূলত সংক্রমণ ছড়ানো নিপা ভাইরাস মানবদেহের পাশাপাশি পশুপাখিদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত জ্বর, পেশির ব্যথা, মাথাধরা, ঝিমুনি, বমি বমি ভাব প্রভৃতি উপসর্গ দেখা যায়। কেরলে ৩০ আগস্ট পর্যন্ত ২ জনের অস্বাভাবিক মৃত্যুর খবর মিলেছে। স্বাস্থ্য দফতরের আশঙ্কা তাঁরা নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন। এখনও পর্যন্ত ৪ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। তারপরেই পদক্ষেপ নিয়েছে কেরল সরকার৷

রাজ্য স্বাস্থ্য দফতর কোঝিকোড় জেলা জুড়ে নিপা ভাইরাস বিষয়ে সতর্কতা জারি করেছে। ৭ টি গ্রামে কনটেনমেন্ট জোন করা হয়েছে৷ খোলা হয়েছে কন্ট্রোল রুম। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (এনআইভি)-র বিশেষজ্ঞদের একটি দল বুধবার কোঝিকোড়ে পৌঁছেছেন৷ তাঁরা ভ্রাম্যমান পরীক্ষাগারে নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষা করবেন। এর আগেও কোঝিকোড় এবং মলপ্পুরম জেলায় ২০১৮ ও ২০২১ সালে নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছিল। ২০১৮ সালে এই ভাইরাসের জেরে দুই জেলায় ১৭ জনের মৃত্যুও হয়েছিল।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ