Burdwan Durga Puja : মহালয়াতেই বিসর্জন! বার্নপুরের ধেনুয়া গ্রামে ১ দিনে সারা হয় দেবীর পুজো

Burdwan Durga Puja : মহালয়াতেই বিসর্জন! বার্নপুরের ধেনুয়া গ্রামে ১ দিনে সারা হয় দেবীর পুজো

শরতের আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা। মাঠে, নদীর ধারে দেখা মিলছে কাশ ফুলের। পুজোর দিন ক্রমে এগিয়ে আসছে৷ মহালয়াতেই আমরা আকাশে বাতাসে পুজোর গন্ধ পেতে শুরু করি। করতলে পুজোর দিন গণনা করি। অন্যদিকে এই মহালয়ার দিনেই আসানসোলের বার্নপুরের ধেনুয়া গ্রামে সারা হয়ে যায় দেবী দুর্গার পুজো। এক অভিনব দুর্গা পূজার সাক্ষী থাকে এই গ্রাম। মহালয়ার মাত্র একদিন পূজিতা হন দশভুজা দুর্গা। একই দিনে পালিত হয় সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। মহালয়ার দিনেই হয় দেবীর ঘট বিসর্জন।

আরও পড়ুন:  শরতের আগমনে পুজোর আগেই পুজোর শপিং

পশ্চিম বর্ধমানের বার্নপুরের ধেনুয়া গ্রামের এই মহালয়ায় পুজোর রীতি বেশ পুরাতন। ১৯৩০ সাল। ধেনুয়া গ্রামের কালীকৃষ্ণ আশ্রম। আশ্রমের প্রতিষ্ঠাতা ও সেবাইত ছিলেন জ্যোতিন মহারাজ। কথিত আছে, তাঁর গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে শুরু করেন এই ঐতিহ্যবাহী পুজো। পুজোর পাঁজি বা বিধিসঙ্গত দিনের পরিবর্তে মহালয়ার সকালেই শুরু হয়ে যায় মহামায়ার পুজো। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পালিত হয় ঐ একই দিনে। সিংহবাহিনী দশভুজা রূপে পূজিতা হন দেবী।

আরও পড়ুন:  Kharagpur Puja: উত্তর তালবাগিচা সবুজ সংঘ ৫৩ তম বর্ষে, হলিউডের ‘নার্নিয়া’র কল্পজগৎ ফুটে উঠবে প্যান্ডেলে

ধেনুয়া গ্রামের এই পুজোয় দেবী হলেন ‘আগমনী দুর্গা’! তাঁর সঙ্গে থাকেন দুই সখী জয়া ও বিজয়া। কিন্তু পুজোয় অসুর থাকে না। মহালয়ার দিন সারাদিন ধরে পুজো সম্পূর্ণ হওয়ার পরে ঘট বিসর্জন হয় ঐ দিনেই। কিন্তু মহালয়ায় ঘট বিসর্জন হলেও মাতৃপ্রতিমা রেখে দেওয়া হয়। মহালয়ায় অভিনব একদিনের পুজোয় মেতে ওঠে পুরো ধেনুয়া গ্রাম।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ