Abhishek Banerjee : অভিষেকের হাজিরা ইডি দফতরে, সকালেই হাজির সিজিও কমপ্লেক্সে

Abhishek Banerjee : অভিষেকের হাজিরা ইডি দফতরে, সকালেই হাজির সিজিও কমপ্লেক্সে

ইডির তলব পেয়ে বুধবার সকালে ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজির হন তিনি। এর ফলে বুধবার দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমন্বয় কমিটির বৈঠকে যোগ দিতে পারছেন না অভিষেক।

প্রসঙ্গত উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি, তা নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন অভিষেক স্বয়ং। এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, “দিল্লিতে ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক আগামী ১৩ সেপ্টেম্বর, যার আমি একজন সদস্য। কিন্তু ইডি আমায় নোটিশ দিয়ে ঐ একই দিনে হাজির হতে বলেছে৷” সাংসদের কটাক্ষ ছিল, “৫৬ ইঞ্চি ছাতির কাপুরুষতা ও অন্তঃসারশূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না।”

আরও পড়ুন:  Dhupguri Bypoll 2023 : বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই উপনির্বাচনে, ষষ্ঠ রাউন্ডে ৩৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল

এরপরে ইডি তাঁর বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ করতে না পারে, সে জন্য আদালতে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন অভিষেক। এর আগে ইডি মৌখিক ভাবে জানিয়েছিল, “গ্রেপ্তারি নয়, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে।” সেই মৌখিক প্রতিশ্রুতির বিষয়টি উল্লেখ করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, এখনই নতুন করে রক্ষাকবচের প্রয়োজন নেই।

আরও পড়ুন:  Nusrat Jahan : ইডি দফতরে হাজিরা নুসরতের, চলছে জেরা

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ