অন্যের ইয়ার ফোন ব্যবহার করেন! হতে পারে মারাত্মক সমস্যা

images 2024 01 23t190038.973

কাজের প্রয়োজনে অথবা গান শোনার জন্যেও আমরা অনেক সময়েই সহকর্মী বা বন্ধুবান্ধবদের ইয়ার ফোন ব্যবহার করি। কিন্তু এই প্রবণতা তৈরি করতে পারে মারাত্মক সমস্যা। হতে পারে সংক্রমণ।

বিশেষজ্ঞরা বলেন, ইয়ার ফোন ব্যবহার করলে কানের ভিতরে থাকা ব্যাকটেরিয়াগুলি সক্রিয় হয়ে ওঠে। দীর্ঘক্ষণ বা শরীরচর্চা ইত্যাদির সময় ইয়ার ফোন ব্যবহারে কানের ভিতরে তৈরি হতে পারে ক্ষত। ক্ষতের সংস্পর্শে ব্যাকটেরিয়া এলে হতে পারে সংক্রমণ। এবার কারও কানে সংক্রমণ থাকলে বা এমনিতেও কানে থাকা ব্যাকটেরিয়া ময়লা লেগে যায় ইয়ার ফোনে। এখন অন্যের ইয়ার ফোন আমরা ব্যবহার করলে তার কানে থাকা ব্যাকটেরিয়া আমাদের কানে এসে সংক্রমণ তৈরি করতে পারে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ১/৪/২০২৪

সেই কারণে অন্যের ইয়ার ফোন ব্যবহার এড়িয়ে চলাই ভালো। তাছাড়া ইয়ার ফোন বেশিক্ষণ ব্যবহার করাও উচিৎ নয়। সেই।সঙ্গে নিজের ব্যবহার করা ইয়ার ফোনটি মাঝে মধ্যে অ্যালকোহল দিয়ে মুছে শুকিয়ে পরিষ্কার করা উচিৎ।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ৩০/৩/২০২৪

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ