New Year 2024 : প্রথম নিউ ইয়ার পড়বে কোন দেশে? কোন দেশে কখন উদযাপন

New Year 2024 : প্রথম নিউ ইয়ার পড়বে কোন দেশে? কোন দেশে কখন উদযাপন

পৃথিবীর আকৃতির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে উদযাপনের সময় ভিন্ন ভিন্ন। আগত নিউ ইয়ার ২০২৪ এর শুরু ১ লা জানুয়ারিও বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে পড়বে৷ ফলে বিভিন্ন দেশে বর্ষ শুরুর উদযাপনও হবে ভিন্ন সময়ে৷ পেসিফিক আইল্যান্ডের টং, কিরিবাটি, সামোয়াতে প্রথম নববর্ষ উদযাপিত হবে৷ ভারতীয় সময় আনুযায়ী ডিসেম্বরের শেষ দিন দুপুর ৩.৩০ মিনিট নাগাদ সেখানে পড়বে নববর্ষের সময়কাল।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৭/৩/২০২৪

এরপর ভারতীয় সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যে ৬:৩০ মিনিটে অস্ট্রেলিয়াতে শুরু হবে উদযাপন। ভারতীয় সময় অনুযায়ী, এরপর জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়াতে ৮:৩০ মিনিটে শুরু হবে নতুন বছর। চিন, ফিলিপিন্স, সিঙ্গাপুরে নববর্ষ পড়বে ভারতীয় সময় ৯.৩০ মিনিটে। এরপর বাংলাদেশে ভারতীয় সময় রাত ১১.৩০ মিনিটে হবে নিউ ইয়ার উদযাপন। ভারত ও শ্রীলঙ্কায় একই সময়ে রাত ১২ টা উদযাপন শুরু হবে।

আরও পড়ুন:  Horoscope Today: আজকের রাশিফল ২৮/৩/২০২৪

 

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ