Look Back 2023 : ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হারে ভারত, ষষ্ঠবার বিশ্বসেরা হয় অস্ট্রেলিয়া

Look Back 2023 : ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হারে ভারত, ষষ্ঠবার বিশ্বসেরা হয় অস্ট্রেলিয়া

২০২৩ সালের সমাপ্তি আগত! শুরু হতে চলেছে নতুন বছর ২০২৪। শেষ হতে চলা বছরে ঘটেছে একাধিক এমন কিছু ঘটনা যেগুলি দেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বছর শেষের আগে স্মৃতিচারণ করা যাক তেমনই এক ঘটনার। ২০২৩ সালে ভারতে আয়োজিত ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হারে ভারত। গোটা বিশ্বকাপ জুড়ে অপ্রতিরোধ্য থাকা ভারত ফাইনালে হারে অস্ট্রেলিয়ার কাছে। ষষ্ঠবার ওয়ান ডে বিশ্বকাপ জিতে নেয় ক্যাঙ্গারুরা। আশাভঙ্গ হয় কোটি কোটি ভারতবাসীর। হতাশায় স্তব্ধ হয়ে যায় দেড় লক্ষ দর্শক আসনের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হয়েছিল উপমহাদেশে। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। এর ১২ বছর পর ভারতে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। সকলের আশা ছিল ভারত বিশ্বকাপ জিতবে। ভারতের খেলা সেই আশায় জলসিঞ্চন করে। দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি, রোহিতরা। অসাধারণ বল করেছেন মহম্মদ সামি। মোট ২৪টি উইকেট নিয়েছেন, যার মধ্যে তিন বার ৫ বা তার বেশি উইকেট। ওয়ান ডে-তে শচীনের সর্বোচ্চ শতরানের রেকর্ড ভাঙেন কোহলি। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। রাউন্ড রবিন থেকে সেমিফাইনাল পর্যন্ত কোনও ম্যাচ হারেনি ভারত। প্রথম ও একমাত্র হার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে। ফাইনালে সঠিক রান রেট বজায় রাখতে পারেনি ভারতীয় ব্যাটিং লাইনআপ। এমনকি সমস্ত বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় বোলিংকেও ছন্নছাড়া দেখিয়েছে।

টসে জিতে ফাইনালে বোলিং নিয়েছিলেন অজি ক্যাপটেন প্যাট কামিনস। স্টার্ক দ্রুত তুলে নেন শুভমন গিলকে। ৩১ বলে ৪৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। ম্যাক্সওয়েলের বলে মারতে গিয়ে ক্যাচ তোলেন তিনি। মাত্র ৪ রান করেই ফেরেন শ্রেয়স আইয়ার। তারপর ৬৭ রানের পার্টনারশিপ গড়েন কোহলি ও কেএল রাহুল। কামিনসের শর্টপিচ ডেলিভারি কোহলির ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়। ৫৪ রানে আউট হন কোহলি। জাদেজা, সূর্যকুমার কেউ রান করতে পারেননি। ৬৬ রান করে আউট হন রাহুল। ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৪০ রান করে ভারত। স্টার্ক নেন ৩টি উইকেট। হ্যাজেলউড ও কামিনস ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে দ্রুত ওয়ার্নার, মিচেল মার্শ ও স্মিথের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সপ্তম ওভারে ৪৭/৩ হয়ে যায় তারা। কিন্তু চাপ সামলে ও ফর্মে থাকা ভারতীয় বোলার ও স্টেডিয়ামের ১ লাখ দর্শকের গর্জন থামিয়ে দেন ট্রেভিস হেড। লাবুশানের সঙ্গে চতুর্থ উইকেটে ১৯২ রানের পার্টনারশিপ করেন তিনি। যদিও খেলা শেষ হতে যখন ১ বল বাকি ১২০ বলে ১৩৭ রান করে আউট হয়ে যান হেড। ১১০ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন লাবুশানে। ১ বল খেলে ২ রান করে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। ৪৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেন তাঁরা। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ