Look Back 2023 : কুড়মি আন্দোলন ও রেল অবরোধে স্তব্ধ হয়েছিল জঙ্গলমহল

Look Back 2023 : কুড়মি আন্দোলন ও রেল অবরোধে স্তব্ধ হয়েছিল জঙ্গলমহল

২০২৩ সালের সমাপ্তি আগত! শুরু হতে চলেছে নতুন বছর ২০২৪। শেষ হতে চলা বছরে ঘটেছে একাধিক এমন কিছু ঘটনা যেগুলি দেশ ও আন্তর্জাতিক প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বছর শেষের আগে স্মৃতিচারণ করা যাক তেমনই এক ঘটনার। ২০২৩ সালে সমগ্র জঙ্গলমহল স্তব্ধ হয়ে গিয়েছিল কুড়মিদের আন্দোলনে৷

কুড়মিদের তফশিল উপজাতির তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজের একাধিক সংগঠন। গত ১ লা এপ্রিল, ২০২৩ থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজ ও আরও কয়েকটি কুড়মি সংগঠনের ডাকে শুরু হয় ঘাঘর ঘেরা আন্দোলন। রাজ্য সরকারের কাছে সংশোধিত সিআরআই রিপোর্ট তথা সিআরআই রিপোর্টের জাস্টিফিকেশান কেন্দ্রে পাঠানোর দাবি জানানো হয় আন্দোলনকারীদের তরফে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

ঘাঘর ঘেরা আন্দোলনের ডাকে একাধিক স্থানে সড়ক অবরোধ শুরু করেন কুড়মিরা। গত ৫ এপ্রিল থেকে শুরু হয় রেল রোকো আন্দোলন। ১০ এপ্রিল রেল রোকো প্রত্যাহার করা হয়৷ কিন্তু এই সময়কালের মধ্যে বাতিল হয় শত শত ট্রেন৷ স্তব্ধ হয়ে যায় জঙ্গলমহল। আন্দোলনের ধারা কিঞ্চিৎ স্তিমিত হলেও দাবি বজায় রেখেছেন কুড়মিরা।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ