Club : ক্লাবগুলি আর পাবে না আর্থিক অনুদান, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Club : ক্লাবগুলি আর পাবে না আর্থিক অনুদান, সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যের ক্লাবগুলিকে উন্নয়ন খাতে আর দেওয়া হবে না আর্থিক অনুদান, সিদ্ধান্ত রাজ্য সরকারের। সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে নির্বাচিত ক্লাবগুলিকে চার দফায় মোট ৫ লক্ষ টাকা করে দিত রাজ্য। যদিও ২০১৯ সালের পর থেকে এই খাতে আর কোনও ক্লাবকে টাকা দেওয়া হয়নি। এবার সরকারি ভাবে এই টাকা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন

তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১২ সালে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে ক্রীড়া ও সামাজিক পরিকাঠামোর সার্বিক উন্নয়নের জন্য টাকা দেওয়ার ঘোষণা করেন। নির্বাচিত ক্লাবগুলিকে প্রথম বছরে এককালীন ২ লক্ষ টাকা ও পরবর্তী তিন বছর তিন দফায় ১ লাখ টাকা করে, মোট ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়। এই ঘোষণার পরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়৷ ক্লাবগুলিকে রাজনৈতিক করণের অভিযোগ আনে বিরোধীরা।

প্রথম বছর এই খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ করে ৭৮১টি ক্লাবকে অনুদান দেওয়ার জন্য বাছাই করা হয়। ঐ বছর আরও ১৫০০ ক্লাবকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। বরাদ্দ হয় আরও ৪০ কোটি টাকা। এই প্রকল্পে শেষ বার ২০১৯ সালে ক্লাবগুলিকে টাকা দেওয়া হয়েছিল। নতুন প্রায় ৩০০০ টি ক্লাব নথিভুক্তির জন্য আবেদন করেছিল। এই প্রকল্পে এর পর থেকে আরও কোনও টাকা দেওয়া হয়নি। এবার সরকারি ভাবে নবান্নের তরফে প্রকল্পটি বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ