Odisha Train Accident : করমণ্ডল দুর্ঘটনায় ৩ রেলকর্মীর বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআই-এর

img 20230603 wa0004 1024x566

ওড়িশার বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের দুর্ঘটনা কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার রেলের সিগন্যাল বিভাগের সিনিয়র সেকসন ইঞ্জিনিয়ার ইন চার্জ অরুণ কুমার মোহান্ত, সিনিয়র সেকসন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার নামগ্রেপ্তার হওয়া তিনজন রেল কর্মচারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়।

রেল দুর্ঘটনা কান্ডে জুলাই মাসে উল্লিখিত ৩ জন রেল কর্মচারীকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাঁরা এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। ধৃতদের বিরুদ্ধে আইপিসি ৩০৪, ৩৪ আর/ডবলু ২০১, সেকসন ১৫৩ রেলওয়ে অ্যাক্ট সহ একাধিক ধারা যুক্ত করে চার্জশিট পেশ হয়েছে। তাদের বিরুদ্ধে অপরাধমূলক হত্যাকাণ্ড, প্রমাণ লোপাট, ভুল তথ্য প্রদান, রেলযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত কিরা সহ একাধিক অভিযোগ এনেছে সিবিআই।

প্রসঙ্গত উল্লেখ্য, জুন মাসে ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির। ২ জুন সেই মর্মান্তিক ঘটনায় আপ করমণ্ডল এক্সপ্রেস তীব্র গতিতে লুপলাইনে ঢুকে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে ধাক্কা দেয়। লাইনচ্যুত হয় কামরা। একই সময়ে ডাউন লাইনে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত কামরাগুলিতে ধাক্কা দিয়ে দুর্ঘটনায় পড়ে। ২৯০ জনের মৃত্যু হয়। আহত হাজারেরও বেশি। রেলের তরফে সেই ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআই-কে।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ