Dev vs CBI: টানা ৫ ঘন্টা জেরার পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে এলেন দেব

Dev vs CBI: টানা ৫ ঘন্টা জেরার পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে এলেন দেব

মঙ্গলবার নির্ধারিত সময়সূচি মেনে কলকাতায় নিজাম প্যালেস সিবিআই দফতরে গরু পাচার কান্ডের হাজিরা দিতে আসেন তারকা সাংসদ দেব। এদিন সকাল ১১টায় সিবিআই দফতরে প্রবেশ করেন এবং বেলা তিনটে নাগাদ দফতর থেকে বেরোন। একটানা ৫ ঘন্টার ম্যারাথন জেরার পর ঘাটালের সাংসদকে ছাড়ে সিবিআই। তবে এই জেরায় এনামুল হক বলে কোন ব্যক্তিকে তিনি চেনেন না বলেই দাবি করছেন দেব।

মঙ্গলবার নিজাম প্যালেসে দীর্ঘ পাঁচ ঘন্টা জেরার পর্ব শেষ হতেই সিবিআই দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান, ‘ সেরকম কিছুই হয়নি আমাকে স্টেটমেন্ট দিতে বলল এবং আমি দিলাম। তারা আমার বয়ান রেকর্ড করেছে এবং আগামী দিনে আর ডাকবে বলে মনে হয় না। তবে এনামুল হক বলে কাউকে চিনি না এবং কোনো উপহার দিয়েছে বল আমার জানা নেই। আগামী দিনে প্রয়োজন হলে সব ধরনের সাহায্য করবো’।

উল্লেখ্য , বিগত কয়েকদিন আগেই অনুব্রত মন্ডলকে কয়লা পাচার কান্ডে চিঠি পাঠানোর পর পরই ৯ই ফেব্রুয়ারি গরু পাচার কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের তরফ থেকে চিঠি যায় তারকা সংসদ দেবের বাড়িতে। এমতাবস্থায় ১৫ তারিখের মধ্যে নিজাম প্যালেসে দেবকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই।

ঘাটালের সাংসদের বিরুদ্ধে একাধিক অর্থ আত্মসাতের অভিযোগ সহ এনামুলের নামের সঙ্গে সংসদের নাম জড়িয়ে থাকার অভিযোগ তুলেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দফতর। সেক্ষেত্রে সিবিআইয়ের নির্দেশানুসারেই মঙ্গলবার বেলা এগারোটা নাগাদ নিজাম প্যালেস হাজিরা দেন সাংসদ দেব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ