JEE: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে টাটকা খবর, পিছিয়ে গেল দিনক্ষণ, পরীক্ষার্থীদের কাছে অতিরিক্ত সময়

JEE: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে টাটকা খবর, পিছিয়ে গেল দিনক্ষণ, পরীক্ষার্থীদের কাছে অতিরিক্ত সময়

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স (জেইই-মেন) পরীক্ষার সময়সূচি পরিবর্তন করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে এবার ২০ জুন থেকে হবে পরীক্ষা। এর আগে ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল জেইই মেন। কিন্তু বুধবার রাতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে বিজ্ঞপ্তি ঘোষণা করে জানানো হয়েছে জুন মাসে নেওয়া হবে পরীক্ষা।

সর্বভারতীয় জয়েন্টের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (জেইই-মেন) ফের পিছিয়ে গেল। দুটি সেশনের পরীক্ষাই দু’মাস পিছিয়ে দেওয়া হয়েছে। নয়া সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২০ জুন থেকে আর চলবে ২৯ জুন পর্যন্ত। আর অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা ২১ জুলাই থেকে শুরু হয়ে ৩০ জুলাই পর্যন্ত চলবে। আর মেডিকেল এন্ট্রান্স নিট শুরু হবে ১৭ জুলাই থেকে।

প্রসঙ্গত, জেইই মেন – এর সূচি প্রকাশ হতেই দেখা গেছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির টার্ম টু পরীক্ষার সঙ্গে এই পরীক্ষার দিন মিলে যাচ্ছে। ফলে যে সমস্ত দ্বাদশ পড়ুয়ারা জেইই মেন পরীক্ষা দেবে বলে ঠিক করেছে তারা সমস্যায় পরতে পারতেন। অন্যান্য বছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির টার্ম টু পরীক্ষা হয় মার্চ-এপ্রিল মাসে।

এবার করোনা পরিস্থিতির জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে। কার্যত সেই কারণে সমস্যার সম্মুখীন বহু পড়ুয়া। এরপর ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে পরীক্ষা পিছিয়ে দাবি জানায় পড়ুয়ারা এবং সোশ্যাল মিডিয়াতেও লাগাতার আন্দোলন শুরু হয়। সেই দাবি মেনেই এবার পিছিয়ে গেল সর্বভারতীয় জয়েন্টের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার। এর ফলে বেড়ে গেলো দু’টি পর্যায়ের পরীক্ষার ব্যবধান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ