ওরা Amrela জানে, কিন্তু Umbrella বানান জানেনা, দোষটা কার???

ওরা Amrela জানে, কিন্তু Umbrella বানান জানেনা, দোষটা কার???

অভিজিৎ বেরা: গত কয়েকদিন ধরেই দুটো ভিডিও বেশ ভাইরাল হয়েছে, একটি ভিডিওতে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকে পাশ করিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত একছাত্রী Umbrella বানান সঠিক বলতে পারছে না umbrella কে Amrela বলছে। এবং তারা দাবি করছেন তারা অনেকেই রাষ্ট্রবিজ্ঞান সহ বেশ কয়েকটি বিষয়ে লেটার নং পেয়েছে, কিন্তু ইংরেজিতে তাদের ফেল করিয়ে দেওয়ার হয়েছে।

অন্য একটি ভিডিওতে এক কাকিমা বলছেন যে সমস্ত মেয়ে ইংরেজিতে মেসেজ করতে পারেনি তারা ইংরেজিতে পাস করেছে, কিন্তু তার মেয়ে ইংরেজিতে মেসেজ করতে পারলেও কেন ফেল করিয়ে দেওয়ার হল?

এই দুটো ভিডিও ফেসবুক খুললেই প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে, অর্থাৎ ট্রোল করা হচ্ছে। কিন্তু এর জন্য দায়ী কে, এর জন্য দায়ী কী ঐ umbrella বলতে না পারা মেয়েটা না ঐ কাকিমা, না অন্য কেউ???

কিন্তু কখনও কী মনে হয়েছে এর জন্য দায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থা? আচ্ছা যেখানে ১-১০ এর মধ্যে একাধিক শিক্ষার্থী জায়গা করে নেয়, সেখানে শিক্ষা ব্যবস্থা কী শুধুই প্রহসন নয়??

যদি ট্রোল করতেই হয় ট্রোল করুন বর্তমান শিক্ষা ব্যবস্থার। একজন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর Umbrella বানান না জানাটা এই শিক্ষা ব্যবস্থার নগ্নতাকেই তুলে ধরে।

আর হবে নাই বা কেন, যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে জালিয়াতি হয়, সেখানে এসব ছোট্ট ঘটনা ছাড়া আর কিছুই নয়। লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরি পাওয়া একজন শিক্ষকের কাছে আর কীইবা শিখবে আগামী প্রজন্ম।

তাই ঐ Umbrella বানান না জানা শিক্ষার্থীদের আর কি দোষ,
দোষ তো এদের কপালের।
আসলে যারা মেধাবী ছেলে যারা মাষ্টার হওয়ার যোগ্য তারা তো বাজারে সব্জি বেচে আর ভুয়ো ঝাপসা ছেলে গুলো টাকা দিয়ে মাষ্টার তাহলে সেই সমস্ত অশিক্ষিত মাষ্টারমশাইরা যা শিখিয়েছে এরা তার ই নমুনা মাত্র। এবং আগামী দিনে এই ধরনের নমুনা আমরা আরও দেখতে পাবো আশাকরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ