Friday, September 29, 2023

ওরা Amrela জানে, কিন্তু Umbrella বানান জানেনা, দোষটা কার???

প্রকাশিত:

- Advertisement -

অভিজিৎ বেরা: গত কয়েকদিন ধরেই দুটো ভিডিও বেশ ভাইরাল হয়েছে, একটি ভিডিওতে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিকে পাশ করিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত একছাত্রী Umbrella বানান সঠিক বলতে পারছে না umbrella কে Amrela বলছে। এবং তারা দাবি করছেন তারা অনেকেই রাষ্ট্রবিজ্ঞান সহ বেশ কয়েকটি বিষয়ে লেটার নং পেয়েছে, কিন্তু ইংরেজিতে তাদের ফেল করিয়ে দেওয়ার হয়েছে।

অন্য একটি ভিডিওতে এক কাকিমা বলছেন যে সমস্ত মেয়ে ইংরেজিতে মেসেজ করতে পারেনি তারা ইংরেজিতে পাস করেছে, কিন্তু তার মেয়ে ইংরেজিতে মেসেজ করতে পারলেও কেন ফেল করিয়ে দেওয়ার হল?

এই দুটো ভিডিও ফেসবুক খুললেই প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে, অর্থাৎ ট্রোল করা হচ্ছে। কিন্তু এর জন্য দায়ী কে, এর জন্য দায়ী কী ঐ umbrella বলতে না পারা মেয়েটা না ঐ কাকিমা, না অন্য কেউ???

কিন্তু কখনও কী মনে হয়েছে এর জন্য দায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থা? আচ্ছা যেখানে ১-১০ এর মধ্যে একাধিক শিক্ষার্থী জায়গা করে নেয়, সেখানে শিক্ষা ব্যবস্থা কী শুধুই প্রহসন নয়??

যদি ট্রোল করতেই হয় ট্রোল করুন বর্তমান শিক্ষা ব্যবস্থার। একজন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর Umbrella বানান না জানাটা এই শিক্ষা ব্যবস্থার নগ্নতাকেই তুলে ধরে।

আর হবে নাই বা কেন, যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে জালিয়াতি হয়, সেখানে এসব ছোট্ট ঘটনা ছাড়া আর কিছুই নয়। লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরি পাওয়া একজন শিক্ষকের কাছে আর কীইবা শিখবে আগামী প্রজন্ম।

তাই ঐ Umbrella বানান না জানা শিক্ষার্থীদের আর কি দোষ,
দোষ তো এদের কপালের।
আসলে যারা মেধাবী ছেলে যারা মাষ্টার হওয়ার যোগ্য তারা তো বাজারে সব্জি বেচে আর ভুয়ো ঝাপসা ছেলে গুলো টাকা দিয়ে মাষ্টার তাহলে সেই সমস্ত অশিক্ষিত মাষ্টারমশাইরা যা শিখিয়েছে এরা তার ই নমুনা মাত্র। এবং আগামী দিনে এই ধরনের নমুনা আমরা আরও দেখতে পাবো আশাকরি।

x

Latest articles

চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, তৃণমূল নেতাকে কলার ধরে বেধড়ক মার

ফের অস্বস্তিতে শাসক দল। আবারও টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।...

মিড ডে মিলের চাল-ডাল চুরি করতে গিয়ে পাকড়াও গুনধর শিক্ষক

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও গোটা রাজ্যে উত্তপ্ত। কিছুদিন আগে শোনা গিয়েছিল নিয়মিত স্কুল...

New York Durga Puja : নিউ ইয়র্কে হয় একাধিক দুর্গাপুজো, কোমর বাঁধছেন শহরের বাঙালিরা

যত সময় গিয়েছে নিউইয়র্ক শহরে বেড়েছে বাঙালির সংখ্যা। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে পুজো সংখ্যাও।...

Canada Durga Puja : পুজোয় উইন্ডসরে এক টুকরো বাঙালিয়ানা, অপেক্ষায় প্রবাসীরা

আপনি যেখানেই যান, কপাল নয়, সঙ্গে পাবেন 'বাঙালি'কে। আর বাঙালি যেখানেই যায়, সেখানে বহন...

আরও খবর

IIT Kharagpur : বিশেষ কোর্স করাবে আইআইটি খড়গপুর, জানুন বিস্তারিত

পেশাদার জগতে ক্লাউড কম্পিউটিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো বিভিন্ন বিষয়ের চাহিদা ক্রমবর্ধমান। বর্তমানে বিষয়গুলি নিয়ে...

London Durga Puja : লন্ডনে শারদোৎসব! বিলেতে উমার আরাধনা প্রবাসী বাঙালির

শরৎ এসেছে! শুরু হয়েছে পুজোর দিন গোনা৷ বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন,...

Medinipur : শহরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সাহায্য করা হবে ক্যান্সার আক্রান্তদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যমেদিনীপুর শহরে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা ইন্টারন্যাশনাল ফিল্ম...