Medinipur : মৃত আত্মীয়ের চাকরি হাতাতে ভুয়ো বাবা, গ্রেপ্তার কেশিয়াড়ির যুবক

Medinipur : মৃত আত্মীয়ের চাকরি হাতাতে ভুয়ো বাবা, গ্রেপ্তার কেশিয়াড়ির যুবক

এনভিএফ কর্মী থাকাকালীন মৃত আত্মীয়ের চাকরি পেতে ভুয়ো বাবা সাজিয়ে ভুয়ো নথিপত্র সহ আবেদনের অভিযোগে গ্রেপ্তার হলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাসিন্দা উজ্জ্বল মাইতি নামে এক যুবক।

জানা গিয়েছে, কেশিয়াড়ির বাসিন্দা যুবক উজ্জ্বল মাইতি এনভিএফ-এ চাকরির জন্য আবেদন করেছিলেন। আবেদন ও জমা দেওয়া নথিতে তিনি জানিয়েছিলেন তাঁর পিতা নারায়ণ মাইতি কর্তব্যরত অবস্থায় মৃত এনভিএফ কর্মী। তিনি সেই চাকরির উত্তরাধিকার দাবি করেন। কিন্তু মেদিনীপুর থেকে আধিকারিকরা স্পট ভেরিফিকেশন করতে গিয়ে জানতে পারেন মৃত নারায়ণ মাইতি আসলে আবেদনকারী যুবকের বাবাই নন। এরপরেই মেদিনীপুর শহরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

অভিযোগ পেয়ে তদন্তের পর প্রার্থী যুবক উজ্জ্বল মাইতি এবং জিতেন্দ্রনাথ ঘোষ ও গোবিন্দ প্রসাদ চক্রবর্তী নামে দুই ব্যক্তি সহ মোট তিনজনকে গ্রেফতার করে। ধৃত জিতেন্দ্র নাথ ঘোষ এনভিএফ অ্যাসোসিয়েশনের পদে রয়েছেন এবং চাকরি সংক্রান্ত দালাল চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ