Uttarkashi Tunnel: অবশেষে মুক্তি! ১৭ দিন পর আকাশ দেখবেন ৪১ জন শ্রমিক

Uttarkashi Tunnel: অবশেষে মুক্তি! ১৭ দিন পর আকাশ দেখবেন ৪১ জন শ্রমিক

অবশেষে উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে মুক্তি পাচ্ছেন আটকে পড়া ৪১ জন শ্রমিক। ১৭ দিন পর আকাশ দেখবেন তাঁরা। উদ্ধারকারীরা বের করেছেন আটকে থাকা শ্রমিকদের। উদ্ধারকারী দলগুলির নিরলস অক্লান্ত পরিশ্রমের পর মঙ্গলবার রাতে সফল হচ্ছে উদ্ধার প্রক্রিয়া।

উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামে গত ১২ নভেম্বর। সুড়ঙ্গে কাজ করা ৪১ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরেই আটকে পড়েন। সেনাবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য উদ্ধারকারী দল থেকে বিদেশী সুড়ঙ্গ বিশেষজ্ঞরা উদ্ধারকাজে নামেন। প্রথমে ছোট সুড়ঙ্গ তৈরি করে আটকে থাকা শ্রমিকদের জল, অক্সিজেন, ঔষধ, খাবার প্রভৃতি জিনিস পৌছে দেওয়া হয়। পাঠানো হয় মোবাইল, এন্ডোস্কোপিক ক্যামেরা। কিন্তু উদ্ধারকাজে আসে একাধিক বাধা৷ বারবার ব্যহত হয় প্রক্রিয়া৷ শ্রমিকদের কাছে পৌঁছাতে ১০-১২ মিটার বাকি থাকতেই সুড়ঙ্গ তৈরির আমেরিকান যন্ত্র ভেঙে যায়।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 28/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

এরপর সিদ্ধান্ত নেওয়া হয় র‍্যাট হোল টানেল বানানোর। মঙ্গলবার অন্তিম দূরত্বটুকু বিশেষজ্ঞ খনি শ্রমিকেরা শাবল, গাঁইতি প্রভৃতির মাধ্যমেই খুঁড়ে ফেলে পৌঁছে যান আটকে থাকা শ্রমিকদের কাছে। সুড়ঙ্গ থেকে প্রথমে বেরিয়ে আসেন ঝাড়খণ্ডের বিজয় হোরো। এরপর অন্যান্য শ্রমিকেরাও বের হয়ে আসছেন। সুড়ঙ্গের কাছেই তৈরি হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। রয়েছে অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 26/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ